নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নিয়ে বিরাট সুখবর

শিক্ষা মন্ত্রণালয়

ডিবি ডেস্ক :: এবারের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত নতুন বাজেটে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এই ৩০০ কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমুহ এমপিওভুক্তির জন্য ব্যয় করতে পারবে।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি থেকে জানা গেছে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে প্রথমে ২০০ কোটি টাকা সিলিং দেওয়া হয়েছিল। এরপর আরো বাড়ানো হয়। সবকিছু মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ থাকবে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য।

এমপিওভুক্তির প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাই। আমরা নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সুযোগ রেখে বরাদ্দ চেয়েছি। এ ছাড়া সংশোধিত বাজেটেও এটি নিয়ে আমরা বরাদ্দ চাইবো।

এখানে উল্লেখ্য যে, গত দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালে ২৩ অক্টোবর ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে দেশের শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সেই বছর পূণরায় ১২ নভেম্বর তারিখে ৬টি এবং ১৪ নভেম্বর ১টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে। যদিও শর্ত পূরণ না করতে পারায় এর থেকে ২ টি প্রতিষ্ঠান বাদ যায়।

-ডিবি আর আর।

READ MORE  দ্রুতই পদোন্নতি দিতে প্রাথমিকের নিয়োগ বিধি সংশোধনী যে পর্যায়ে আছে

Follow Our Twitter: CLICK HARE



Join telegram Channel : CLICK HARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *