মাধ্যমিক ও এসএসসি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট স্থগিতাদেশ নিয়ে অধিদপ্তরের নির্দেশনা

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ৬ষ্ঠ থেকে নবম ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের চলমান এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক আদেশ জারি করা হয়েছে। যা ৩০ জুন বুধবার জারি হয়।

সেই আদেশে বলা হয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক স্মারক নং ০৪.০০.০০০০.৫১৪,১৬.০০১.২১.২০৩; তারিখ: ৩০ জুন ২০২১ খ্রি. জারীকৃত বিধি-নিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ও ২০২২ সনের এস,এস,সি পরীক্ষার্থীদের জন্য
সপ্তাহ ভিত্তিক চলমান এ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা স্থগিত করা হলাে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

উক্ত স্থগিতাদেশটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সকল বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল ও অধ্যক্ষ/প্রধান শিক্ষকদেরকে পাঠানো হয়েছে।

-ডিবি আর আর।

READ MORE  মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ১৫ থেকে ২৭ ডিসেম্বর : লটারি ৩০ তারিখে

Leave a Comment