শিক্ষকদের উন্নীত স্কেলে নিজেই যেভাবে আইবাস++ এ বেতন ফিক্সেশন করবেন

নিজস্ব প্রতিবেদক :: দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবার নিজেই নিজের বেতন ফিক্সেশন করতে পারবেন। সেজন্য ১৩ গ্রেডে বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডে বেতন নির্ধারণে হিসাব মহা নিয়ন্ত্রকের দপ্তর বা সিজিএ আইবাস++ এ প্রাথমিক শিক্ষকদের বেতন নির্ধারণ অপশন যুক্ত হয়েছে।

এজন্য গত ১ জুন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক মো. মামুন-উল-মান্নান অর্থ বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এক নির্দেশনা পাঠিয়েছেন।

প্রাথমিক শিক্ষকদের উন্নীত স্কেলে বা ১৩তম গ্রেডে বেতন ফিক্সেশন করবেন যেভাবেঃ

প্রথমে ১৩ গ্রেডে বেতন ফিক্সেশনের জন্য www.payfixation.gov.bd তে প্রবেশ করতে হবে।

এরপর পরবর্তী ধাপের (নী‌চে) ক্লিক বাটনে চাপ দিতে হবে।

এরপর ‘আ‌মি প‌ড়ে‌ছি’ লেখা বা‌ম পাশের ব‌ক্সে টিক চিহ্ন দিতে হবে।

এরপর ‘উচ্চতর গ্রেড’ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপশ‌নে ক্লিক করতে হবে।

এরপর স্ক্রি‌নে যে নির্দেশনা আস‌বে সেখা‌নে “হ্যাঁ” তে ক্লিক করতে হবে।

এরপর “বেসাম‌রিক” অপশ‌নে ক্লিক করতে হবে।

এরপর জাতীয় পরিচয়পত্র (জন্ম সালসহ), ভে‌রিফি‌কেশন নম্বর এবং ক্যাপচা কোড ইনপুট দি‌লে মোবাইল নম্ব‌রে (যে‌ মোবাইল নম্বর ফি‌ক্সেশনের সময় দেওয়া হ‌য়ে‌ছিল) সেই মোবাইল নাম্বারে একটি ভেলিডেশন কোড আসবে।

তারপর ভেলিডেশন কোড ইনপুট দি‌য়ে “Validate” অপশনে ক্লিক করতে হবে।

এরপর শিক্ষকদের ১৩তম গ্রেড বা উন্নীত গ্রেডে বেতন নির্ধারণ সংক্রান্ত তথ্য প্রবেশ করাতে হবে।

# উন্নীত গ্রেডে বেতন প্রাপ্তির মন্ত্রণালয়/বিভাগের আদেশ নম্বর।

# উন্নীত গ্রেডে বেতন নির্ধারণ সংক্রান্ত সংশ্লিস্ট মন্ত্রণালয়/ বিভাগের আদেশে প্রদানের তারিখ।

# প্রাপ্ত টাইমস্কেল/সিলেকশন/উচ্চতর গ্রেডের সংখ্যা। যে আদেশ নম্বর হলঃ ৩৮.০০.০০০০.০০১.৩৪.০৯১.১৯-৯৫। তারিখ হল, ০৯।০২।২০২০। উন্নীত গ্রেডে বেতন প্রাপ্তির তারিখঃ ০৯।০২।২০২০ এ তারিখের পর যোগদান করা সহকারী শিক্ষকগণ নিজ নিজ যোগদানের তারিখে ১৩ তম গ্রেড প্রাপ্ত হবেন।

এরপর শিক্ষকের প্রাপ্ত টাইমস্কেল/উচ্চতর স্কেলের সংখ্যা লিখতে হবে। যদি না পেয়ে থাকেন থাকলে ০ দিতে হবে।

READ MORE  এখন থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা যেভাবে আসবে

এরপর পে‌ইজের নিচে সেভ বাটনে ক্লিক করতে হবে।

সর্বশেষ হিসাবরক্ষণ অফিস হতে আপনার ১লা জুলাই ২০২০ তারিখের ইনক্রিমেন্ট বাতিল করার পর আপনার বেতন নির্ধারণ পূর্ণরূপে আবার সাবমিট করা যাবে।

উল্লেখ্য, জনবল সংকটের কারণে শিক্ষকদের উচ্চতর গ্রেডে বেতন ফিক্সেশন নিজেদের করার জন্য এই সুযোগ প্রদান করা হয়েছে। যেহেতু বেতন নির্ধারণের বিষয় সেহেতু সতর্কতার সাথে বিষয়টি সম্পাদন করা শ্রেয়।

ডিবি আর আর।

Leave a Comment