উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তালিকা ডাউনলোড করার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচীতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা বা রিপোর্ট ডাউনলোড করার পদ্ধতি জানিয়েছে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম কর্তৃপক্ষ। ৩০ জুন, মমঙ্গলবার এ বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যমে তারা বিস্তারিত জানিয়েছেন।

বাংলাদেশ সরকারের সেকেণ্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রগ্রামের সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর স্কীম পরিচালক শরীফ মোর্তজা মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে HSP MIS এ উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা/রিপোর্ট ডাউনলোড করা প্রসঙ্গে প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়,

২০২০-২১ অর্থ বছরের ২০২০ সনের ৬ষ্ঠ শ্রেণি, ২০২০-২১ সনের একাদশ শ্রেণির নতুন সাবমিটকৃত শিক্ষার্থীদের মধ্য হতে PMT পদ্ধতিতে নির্বাচিত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং অন্যান্য শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর উপবৃত্তির টাকা HSP MIS এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীর একাউন্টে প্রেরণ করা হয়েছে।

এক্ষেত্রে নিম্মােক্ত পদ্ধতি অনুসরণ করেয়া HSP MIS-এ শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা/রিপাের্ট ডাউনলােড করা যাবে।

ছাত্র-ছাত্রী যারা উপবৃত্তি পায় তাদের তালিকা দেখার নির্ধারিত নিয়মঃ

# HSP MIS এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।

# এরপর উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী অপশনে শিক্ষার্থী প্রােফাইল” বাটনে ক্লিক করতে হবে।

# এরপর শ্রেণি সিলেক্ট করে শিক্ষার্থীর অবস্থা বাটনে ক্লিক করে সক্রিয় সিলেক্ট করতে হবে এবং করে খুজুন বাটনে ক্লিক করতে হবে।

এবার ষষ্ঠ ও একাদশ এবং অন্যান্য শ্রেণির উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের রিপাের্ট ডাউনলােড করার নিয়ম জানুনঃ

# রিপাের্ট অপশনের শিক্ষার্থীর রিপাের্ট বাটনে ক্লিক করতে হবে।

# এরপর রিপাের্টের নাম হতে শিক্ষার্থীদের বিবরণী রিপাের্ট” সিলেক্ট করতে হবে।

# এরপর অর্থবছর, সেশন, স্ট্যাটাস, রিপাের্টের ভাষা, রিপাের্ট ধরণ এবং নির্দিষ্ট শ্রেণি সিলেক্ট করে রিপাের্ট বাটনে ক্লিক করতে হবে।

# ডাউনলােড বাটনে ক্লিক করে রিপাের্টটি ডাউনলােড করতে হবে এবং প্রিন্ট বাটনে ক্লিক করে রিপাের্টটি প্রিন্ট করা যাবে।

READ MORE  আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

এবার জানুন উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পে-রােল/ টাকা প্রাপ্তির রিপাের্ট ডাউনলােড করার নিয়মঃ

# রিপাের্ট অপশনের পে-রােল রিপাের্ট বাটনে ক্লিক করতে হবে।

# রিপাের্টের নাম হতে পেমেন্ট স্ট্যাটাস রিপাের্ট” সিলেক্ট করতে হবে।

# অর্থবছর, রিপাের্টের ভাষা, রিপাের্ট ধরণ এবং পেমেন্ট অবস্থা সিলেক্ট করে রিপাের্ট বাটনে ক্লিক করতে হবে।

# ডাউনলােড বাটনে ক্লিক করে রিপাের্টটি ডাউনলােড করা যাবে অথবা প্রিন্ট বাটনে ক্লিক করে রিপাের্টটি প্রিন্ট করা যাবে।

-ডিবি আর আর।

আরও পড়ুন : ৩ মাস ক্লাস নিতে পারলে সমাপনী পরীক্ষা হবে

সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানে ফের ছুটি বাড়লো ৩১ তারিখ পর্যন্ত

মাধ্যমিক ও এসএসসি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট স্থগিতাদেশ নিয়ে অধিদপ্তরের নির্দেশনা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধি বনাম বহিরাগত শিক্ষকের জ্যেষ্ঠতা

Leave a Comment