শিক্ষার্থীদের ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, ট্যাব কেনার জন্য টাকা বাড়িয়েছে সরকার

শিক্ষা মন্ত্রণালয়

ডিবি ডেস্ক :: দেশের শিক্ষার্থীদের ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, ট্যাব কেনার জন্য সরকার ব্যাংক সমুহকে ৩০ শতাংশ কঞ্জিউমার লোন প্রদানের নির্দেশ দিয়েছে। যা এর আগে পণ্যের দামের ৩০% হারে নির্ধারিত থাকলেও এটির পরিমান বাড়িয়ে ৭০% করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

১২ জুলাই, সোমবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আকবর আলী ফরাজি কর্তৃক জারিকৃত সেই নির্দেশনায় বলা হয়, গ্রাহক অর্থায়নের জন্য বিচক্ষণ নিয়মনীতি (Prudential Regulations for Consumer ফিনাঞ্চিং) শিরােনামােক্ত বিষয়ে ০৩ নভেম্বর ২০০৪ তারিখে জারিকৃত Prudential Regulations for Consumer Financing সংক্রান্ত বিআরপিডি সার্কুলার নং-০৭ এবং ২২ জানুয়ারি ২০১২ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং-০৩ এর প্রতি ব্যাংকসমূহের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

০২। মহামারী করােনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান থাকায় শিক্ষক/শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া, গণপ্রজাতন্ত্ৰী বাংলাদেশ সরকারের রূপকল্প “ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্ভরযােগ্য ডিজিটাল অভিগমন এবং তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়নে আইসিটি খাতে অর্থায়নকে উৎসাহিত করা
হচ্ছে।

০৩। বর্ণিত প্রেক্ষাপটে এ মর্মে সিন্ধান্ত গৃহীত হয়েছে যে, ভােক্তা ঋণের আওতায় আহকের অনুকূলে ডিজিটাল ডিভাইস (ল্যাপটপ/মােবাইল/কম্পিউটার/ট্যাব ইত্যাদি) ক্রয় বাবদ ঋণ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান ঋণ-মার্জিন অনুপাত
৩০:৭৫ এর পরিবর্তে সর্বোচ্চ ৭০:৩০ অনুপাত অনুসরণ করা যাবে।

০৪। এতদ্ব্যতীত বাংলাদেশ ব্যাংকের Prelential Regulations for Consumer Financing, 2004
ও তদসংশ্লিষ্ট বিদ্যমান সার্কুলার/সার্কুলার লেটারসমূহে বর্ণিত অন্যান্য নির্দেশনাবলী পরিপালন নিশ্চিত করতে হবে।

০৫। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

০৬। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে।

-ডিবি আর আর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *