প্রাথমিক শিক্ষকদের ২১-২২ অর্থ বছরে বেতন, ভাতা ১৩ হাজার ৬৬৮ কোটি ১৪ লাখ টাকা মঞ্জুরি প্রদান

বেতন

ডিবি ডেস্ক :: ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় খাত থেকে শিক্ষকদের বেতন-ভাতা, পণ্য ও সেবার ব্যবহারসহ অন্যান্য ব্যয় নির্বাহে প্রায় ১৩ হাজার ৬৬৮ কোটি ১৪ লাখ টাকা মঞ্জুরি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।  

২০ জুলাই, মঙ্গলবার গত ১৫ জুলাইয়ের মঞ্জুরি আদেশটি প্রকাশ হয়েছে।

যে মঞ্জুরি আদেশে বলা হয়, সংশ্লিষ্ট উপেজেলা/থানা শিক্ষা অফিসারদের বরাদ্দ দেওয়া এই অর্থ ব্যয় করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। এক্ষেত্রে কোনও অনিয়ম হলে আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকার কথা বলা হয়েছে।

আদেশ অনুযায়ী ২০২১-২০২২ অর্থবছরের পণ্য ও সেবা ব্যবহারসহ অন্যান্য খাতে বরাদ্দ দেওয়া অর্থ ব্যবহার ছাড়া কোনও প্রকার বকেয়া বেতন-ভাতা দেওয়া যাবে না এবং অব্যয়িত অর্থ ২০২২ সালের ৩১ মে’র মধ্যে ফেরত দিতে হবে।

আরও পড়ুন : জিপিএফ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য : ইএফটিতে জিপিএফ চেক করার নিয়ম

প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন দুঃসংবাদ অপেক্ষমান

দৈনিক বিদ্যালয় : শিক্ষা ও চাকুরী বিষয়ক সকল খবরের জন্য নিয়মিত পড়ুন।

ডিবি আর আর।

READ MORE  ভুক্তভোগী সেই শিক্ষিকা নাজমা আক্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *