৭ম শ্রেণির শিক্ষাথীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মাধ্যমিক

ডিবি ডেস্ক :: সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী এই মামলার আসামি। মামলাটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হয়েছে।

২৪ জুলাই, শনিবার রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি করে আরিফুজ্জামান চাকলাদার নামে এক স্থানীয় সংবাদকর্মী।

মামলার ইজহার সূত্রে জানা গেছে, উক্ত আসামি উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে উক্ত ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা। সে ঈদুল আজহার আগের রাতে তার নিজ ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বণ্য প্রাণীর ছবির ওপর ঈদ মোবারক লিখে পোস্ট দেয়।

উক্ত ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দেউলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. কাদের চাকলাদারের ছেলে আরিফুজ্জামান চাকলাদার আপেল বাদী হয়ে ওই মামলা করেছেন। 
আলফাডাঙ্গা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি তার বিরুদ্ধে হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি এবিষয়ে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের এই আসামি আসামি পলাতক রয়েছে, তবে গ্রেপ্তারে অভিযান চলছে।

-ডিবি আর আর।

READ MORE  মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সরকার কন্টেন্ট ক্রয় করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *