এবার টিকা নেওয়া ছাড়া বাইরে বের হওয়া যাবে না : লকডাউন উঠে যাচ্ছে

বিবিধ

ডিবি ডেস্ক :: দেশে চলমান করোনা মহামারির প্রকোপ ঠেকাতে কঠোর বিধিনিষেধ বাড়ছে আরও কয়েক দিন। এটি বাড়বে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এর পর থেকে তথা ১১ আগস্ট থেকে সকল কিছু তথা দোকানপাট, অফিস আদালতসহ সবকিছু খুলে দেওয়া হবে। তবে গণপরিবহন একেবারে না ছেড়ে দিয়ে স্বল্প পরিসরে চলবে।

৩ আগষ্ট, মঙ্গলবার লকডাউনের কঠোর বিধিনিষেধের বিষয়ে সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, আগামী ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। সকলকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ১৪ হাজার কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। এবিষয়ে আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।

উল্লেখ্য, করোনার প্রকোপ ঠেকাতে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। একপর্যায়ে সেই বিধিনিষেধ আরও বাড়ানোর ঘোষণা দেওয়া হলো আগামী ১০ আগষ্ট পর্যন্ত।

ডিবি আর আর।

READ MORE  BHA vs ARS Premier League, Dream11 Prediction, Lives Match Score & Lineups Player

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *