শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বরে খোলার বিষয়ে যা বলছে সরকার

অধিদপ্তর

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: দীর্ঘ ১৭ মাস। দিন হিসাবে ৫১১ দিন করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েকবার করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বললেও খোলা সম্ভব হয়নি। তবে এরইমধ্যে আবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিয়েছে সরকার। এবার বলা হয়েছে সবার আগে দেশের বিশ্ববিদ্যালয় সমুহ খুলে দেয়া হবে। আর সে সময়টা নির্ধারিত হতে পারে আগামী সেপ্টেম্বর মাসের শেষে দিকে।

আরও পড়ুনঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি একটি বিশেষ অনুরোধ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ, নম্বর, উপজেলা, কোটা, কতজনকে টিকানো হবে?

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল বিধিমালা

সোমবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রথমে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।

তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। সে হিসেব আগামী ১৫-২০ দিনের মধ্যে আমরা টিকা দেয়া শেষ করতে পারব বলে আশা করছি। এটা ঠিক থাকলে সেপ্টেম্বর মাসের শেষে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে।

প্রতিষ্ঠান খোলা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরও জানান, টিকা দেয়া শেষ হলে সেপ্টেম্বর মাসের শেষে বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনাই বেশি।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আমরা এখন বিশ্ববিদ্যালয়গুলো খোলার পর্যায়ে রয়েছি। এক্ষেত্রে সরকার শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে খুবই তৎপর। তিনি বলেন, এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে করোনার টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসের ১৭ তারিখ থেকে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কার্যত বন্ধ আছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বললেও মূলত করোনা পরিস্থিতি অতিরিক্ত বাড়াবাড়ি আকার ধারণ না করলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিকে পর্যায়ক্রমে বিশ্ব বিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সমুহ খোলা হতে পারে বলে মনে করেন বিজ্ঞ জনেরা।

READ MORE  সকল শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়নি

ডিবি আর আর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *