শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদ্যালয় বন্ধ নয় : প্রাথমিকের ডিজি

প্রাথমিক

জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান শিক্ষক ও সভাপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি জানান, গত রাত ৮ টা থেকে ১১:২০ পর্যন্ত সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষার সিলেক্টেড কিছু কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে সম্মানীতে সচিব মহোদয়ের জুম মিটিং অনুষ্ঠিত হয়।

যে মিটিং এ উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) মহা-পরিচালক সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিভাগীয় পরিচালকগন।

সেই ভার্চুয়াল মিটিং থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিজি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্য বন্ধ থাকলেও বিদ্যালয় বন্ধ নয়। এছাড়া সেই মিটিং এর আলোচনা ও সিদ্ধান্তের বিষয় সমুহ ছিল নিম্নরূপঃ

# যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা।

# শিক্ষকদের গুগল মিটে ক্লাশ পরিচালনা অব্যাহত রাখা।

# সংসদ টিভি ও বেতারে প্রচারিত ক্লাশ এর রুটিন শিশুদের সরবরাহ করা।

# এ পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি-নেপ কর্তৃক প্রদানকৃত সকল ওয়ার্কসীট শিশুদের কে দেয়া ও সংগ্রহ করে মুল্যায়নের পর তা মুল্যায়ন সীটে এন্ট্রি দেয়া ও সংরক্ষণে রাখা।

# বিদ্যালয় খোলার প্রস্তুতি নিয়ে রাখা, করোনা সংক্রমনের হার কমে আসলে বিদ্যালয় খোলে দেওয়া হবে।

# শতভাগ শিক্ষকের টীকা গ্রহণ করা।

# বিদ্যালয়ে মাঝে মাঝে গিয়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও নিজেদের মধ্যে মতবিনিময় করা।

-ডিবি আর আর।

READ MORE  ক্লাসে সব শিক্ষার্থীদের রেখে, শিক্ষকরা চলে গেল বাড়িতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *