হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই

মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক :: হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি জুনায়েদ বাবুনগরী এর খাদেম এইচএম জুনায়েদ ও তার নাতি বরকতুল্লাহ বাবুনগরী নিশ্চিত করেছেন।

তার খাদেম এইচএম জুনায়েদ জানান, চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ৫০ মিনিটের সময় তার মৃত্যু হয়েছে। এবং এর আগে আজ ১৯ আগস্ট বেলা ১১টার দিকে হেফাজতের আমিরকে হাসপাতালে নেয়া হয়।

অন্যদিকে হাটহাজারী মাদরাসা থেকে জানা যায়, বুধবার, ১৮ আগস্ট সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর আজ বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ আরও অবনতি হয়। পরে আমিরকে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

জানাগেছে, জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এছাড়াও এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

উল্লেখ্য, গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী। তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পরে হেফাজতের আমিরের দায়িত্বে আসেন। -ডিবি আর আর।

READ MORE  শিক্ষকরা শতভাগ বোনাস না পেলে প্রেসক্লাবে মোরগ কুরবানির ঘোষণা

Follow Our Twitter: CLICK HARE



Join telegram Channel : CLICK HARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *