১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ খোলার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়

ডিবি ডেস্ক :: আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৩ সেপ্টেম্বর, শুক্রবার চাঁদপুরে  একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান শিক্ষামন্ত্রী। 

তিনি সাংবাদিকদের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানান।

এছাড়া আগামী অক্টোবরে দেশের বিশ্ববিদ্যালয় সমুহ খুলবে এমন ঘোষণা কয়েকদিন আগেই হয়েছে। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, গত সপ্তাহে নেয়া শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বাড়ানো হয়। যদিও তিনি, দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে শিশু-কিশোররা স্বাভাবিক বেড়ে ওঠার সুযোগ বঞ্চিত হচ্ছে বলেও স্বীকার করেন।

দীপু মনি বলেন, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে, তারা বলছেন যে, আমদের দেশে সংক্রমণের হার অনেক কম রাখতে পেরেছি, তার অন্যতম কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। অন্য অনেক কারণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাটা অনেক ভূমিকা রেখেছে বলে মনে করছেন তারা।

তিনি আরও জানান, বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের হার কমতে শুরু করেছে। আগামীতে আরো এই সংক্রমণ কমবে। যারফলে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না। সেজন্য আমরা চাইলে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দিতে পারবো।

বড় যে সকল পাবলিক পরীক্ষা আছে, সে গুলো নেয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, নভেম্বর মাসের মাঝে এসএসসি এবং ডিসেম্বর মাসের শুরুতে এইচএসসির ঘোষণা আগেই দেয়া হয়েছে। তিনি আশা করেন, সে সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

এছাড়া ডা. দীপুমণি আজ সাংবাদিকদের জানান, ১৮ বছর বয়সীদেরকে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে এবং কোভিড-১৯ এর টিকা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে ১২ বছর বয়সী পর্যন্ত টিকার ব্যবস্থা করা হবে। -ডিবি আর আর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For any sponsor contact us email: ajkarnews@gmail.com