ফের বন্ধ করা হবে শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা মন্ত্রণালয়

বিদ্যালয় রিপোর্ট :: করোনার সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

১০ সেপ্টেম্বর, শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর করোনার সংক্রমণ বেড়েছে আমাদের এখানেও সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকা আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে আমরাও সেই ধরনের পরামর্শ দেবো।

জাহিদ মালেক আরও বলেন, এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমতি আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনুমোদন দিলে ১৮ বছরের কম বয়সীদের ও টিকার আওতায় আনার সিদ্ধান্ত হবে। যদিও  শিশুদের করোনা আক্রান্তের হার কম।

মন্ত্রী আরও যোগ করেন, আমরা এ মাসে আরও দুই কোটি টিকা পাবো। প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসের মধ্যে। কোভ্যাক্স থেকে ১০ কোটি কোভিড-১৯ টিকা ক্রয় করা হবে।

আরও খবর: সর্বোচ্চ সাড়ে তিন ঘন্টার মধ্যে শেষ করতে হবে ক্লাস

যে কারণে এবছর হবে না প্রাথমিক শিক্ষক নিয়োগ

উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ ভারতে একদিনেই ১৪ শতাংশ করোনা রোগীর হার বেড়েছে গতকালই। ভারতে সংক্রমণ বেড়ে যাওয়া এদেশের জন্য পরবর্তীতে হুমকি হয়ে থাকে। -দৈনিক বিদ্যালয়/আর আর।

READ MORE  ১ লাখ শিক্ষক-কর্মচারী ৫ হাজার ও আড়াই হাজার টাকা করে পাচ্ছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *