প্রাথমিকের শিক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য ৬৪ জেলায় মেন্টর নিয়োগ

প্রাথমিক

দৈনিক বিদ্যালয় রিপোর্ট :: দেশের ৬৪ জেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের পাঠদান কার্যক্রম ঠিক-ঠাক চলছে কিনা সেটি পরিদর্শনের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন অফিসারদের সমন্বয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মেন্টর নিয়োগ করেছে।

এই মেন্টরবৃন্দ ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিবীক্ষণ পূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এবিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় ও মনিটরিং শাখা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিদর্শন বিষয়ক এক নির্দেশনায় বলা হয়েছে যে, আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুনরায় পাঠদান কার্যক্রম চালু করা হবে। প্রাথমিক শিক্ষার মানােন্নয়নের লক্ষ্যে ৬৪ জেলায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিবীক্ষণ করার জন্য মেন্টর নিয়ােগ করা হয়েছে।

এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিবীক্ষণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য
নির্দেশ দেওয়া হয়েছে।

৬৪ জেলার প্রাথমিকের পাঠদান পর্যবেক্ষণ করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মেন্টরগণ হল (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):

১. মহাপরিচালক (গ্রেড-১), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, ঢাকা।
২. অতিরিক্ত সচিব (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩. বিভাগীয় কমিশনার, ঢাকা; চট্টগ্রাম; সিলেট; রাজশাহী; খুলনা; বরিশাল; রংপুর; ময়মনসিংহ।
৪. মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরাে; জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি;
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট।
৫. যুগ্মসচিব (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৬. জেলা প্রশাসক (সকল)।
৭, উপসচিব (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৮. পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট, মিরপুর, ঢাকা।
৯. মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
১০. সচিবের একান্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
১১. নির্বাহী প্রকৌশলী, এলজিইডি (সকল)।
১২. নির্বাহী প্রকৌশলী, ডিপিএইচই (সকল)।
১৩. সিস্টেম এনালিস্ট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
১৪. চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা।
১৫. বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা; চট্টগ্রাম; সিলেট; রাজশাহী, খুলনা; বরিশাল; রংপুর; ময়মনসিংহ।
১৬. হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
১৭. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সকল)।
১৮. উপজেলা/ থানা শিক্ষা অফিসার (সকল)।

READ MORE  প্রাথমিক শিক্ষকদের স্কুলে আসতে নির্দেশনা জারি করা হয়নি

উল্লেখ্য, এই মেন্টরগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আকষ্মিক পরিদর্শন করতে পারেন এবং শিক্ষার মানোন্নয়নে ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

তথ্যসূত্রঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। -ডিবি আর আর।

আরও খবর: শিক্ষা প্রতিষ্ঠানে আবর্জনা : ইনস্ট্যান্ট ব্যবস্থা নেওয়া হবে

দীর্ঘদিন অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *