শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে আইনি নোটিশ

শিক্ষা মন্ত্রণালয়

বিদ্যালয় প্রতিবেদক, খোলা হয়েছে দীর্ঘ ১৭ মাস পরে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।

আরও খবরঃ বিষয় : প্রাথমিক শিক্ষকদের স্কুল ত্যাগের সময় নির্ধারণ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা কী এবছরেই?

প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার নতুন কারিকুলামে যত পরিবর্তন

ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার জন্য ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ ছয় জনকে এক নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে উল্লেখ করা হয়েছে, করোনা মহামারি না থামা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এছাড়া এ নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে সেই আইনী নোটিশে উল্লেখ করা হয়েছে।

এরসাথে নোটিশে কোভিড-১৯ চলাকালীন পুরো সময়ে শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে শতভাগ ক্লাস নেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফার বন্ধ বাড়িয়ে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সীমিত পরিসরে ক্লাস শুরু হয়েছে। এরই মধ্যে আইনি নোটিশ পাঠালেন এই আইনজীবী। -ডিবি আর আর।

READ MORE  এপ্রিলের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *