এবার যে সকল শিক্ষার্থীদের ১৩ জানুয়ারির মধ্যে টিকা নিতে বলা হয়েছে

বিদ্যালয় প্রতিবেদন :: আগামী ১৩ জানুয়ারির মধ্যে দেশের মাদ্রাসা-কারিগরির ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

৬ জানুয়ারি, বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব কাইজার মোহাম্মদ ফারারীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন:
টিকা না নিয়ে স্কুলে যেতে নিষেধাজ্ঞা

এবছরেই ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীতে কারিগরি ধারায় শিক্ষার্থী ভর্তি করা হবে

যে অফিস আদেশে বলা হয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সী প্রত্যেক শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা নিয়ে ২০২২ শিক্ষাবর্ষে শ্রেণিকক্ষে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে হবে।

এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের উদ্যোগে উপজেলা বা জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে প্রত্যেক শিক্ষার্থীকে আগামী ১৩ জানুয়ারি তারিখের মধ্যে নির্ধারতি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত তারিখ ও সময়ে করোনার টিকা দেয়া নিশ্চিত করতে হবে।

-ডিবি আর আর।

READ MORE  হেফাজতের কমিটি বিলুপ্ত : কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

Leave a Comment