সরকারি কর্মকর্তা বা কর্মচারী সার্বক্ষনিক গাড়ি সুবিধা পায় যারা

বিদ্যালয় প্রতিবেদন :: কৌতুহল বসত অনেকের জানতে ইচ্ছে করে, দেশের সরকারি চাক্রিজীবীদের কে বা কারা সরকারি গাড়ী চড়তে পারে। এর বাইরে দেশের যারা সরকারি চাকরিজীবী তাদের অনেকের ও বিষয়টি সম্পর্কে আগ্রহ থাকলে অনেকেরই এখন জানা হয়ে উঠিনি।

কোন গ্রেডে চাকরি করলে বা কতটাকা বেতনে চাকরি করলে বা পদাধিকারী হলে সতকারের পক্ষ থেকে সার্বক্ষনিক গাড়ি সুবিধা পাবেন। আসুন জেনে নেওয়া যাক! তবে আগেই বলে রাখা ভালো, উচ্চ
পর্যায়ে কর্মরত অফিসার হলেই যে তিনি সরকারি সার্বক্ষনিক গাড়ি সুবিধা পাবেন এমনটা নয়।

সশস্ত্র বাহিনী বিভাগের মেজর/ সমর‍্যাংক
(Substantive Rank) ও লেফটেন্যান্ট কর্নেল/
সমর‍্যাংক কর্মকর্তাগণ-কে সার্বক্ষনিক সরকারি
গাড়ি ব্যবহারের প্রাধিকার প্রদান করা হয়েছে।

সার্বক্ষণিক ব্যবহারের জন্য কারা পাবে গাড়িঃ

# সেনাবাহিনীর মেজর পদধারী সার্বক্ষণিক সরকারি গাড়ী ব্যবহারের সুবিধা পাবেন।

# সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদধারী সার্বক্ষণিক সরকারি গাড়ী ব্যবহারের সুবিধা পাবেন।

# এছাড়া বাংলাদেশ সরকারের উপ সচিব
পদবীধারীগণ ব্যবহারের জন্য সার্বক্ষণিক গাড়ি প্রাপ্য হবেন।

উপরোল্লিখিত Substantive মানে বুঝায় প্রকৃত বা সত্যিকার অর্থে।

এখানে উল্লেখ্য যে, উপরােক্ত পদের সমমানধারীও সার্বক্ষণিক গাড়ি সুবিধা প্রাপ্য হবেন।

এছাড়া ৪র্থ গ্রেড বা তদুর্ধ্ব কর্মকর্তাগণ সব সময়ের জন্য
যানবাহন বা গাড়ি ব্যক্তি সুবিধা পাবেন। তথা ৪র্থ গ্রেডের উপরে চাকরিজীবী ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহারের প্রাধিকার পাবেন।

যারা গাড়ি সুবিধা পাবেন নাঃ যে সকল কর্মকর্তাগণ কোন ভাবেই সরকারি গাড়ি সব সময়ের জন্য সরকারি ব্যয়ে গাড়ি সুবিধা গ্রহণ করতে পারবেন না তার তালিকা প্রদান করা হলাে।

সরকার ঘোষিত ৫ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা
নির্ধারিত ভাড়া প্রদান সাপেক্ষে ব্যক্তিগত কাজে রিকুইজিশনের মাধ্যমে গাড়ি ব্যবহার করতে পারবেন অন্যথায় সরকারি ব্যয় বা জ্বালানিতে ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করতে পারবেন না।

সার্বক্ষনিক গাড়ি সুবিধা সার্বক্ষনিক যানবাহন সুবিধা সংক্রান্ত পরিপত্রটি দেখুন এখানে

READ MORE  অর্ধেক জনবল নিয়ে অফিস চলার বিষয়ে প্রজ্ঞাপন

এখানে আরও উল্লেখ্য যে, উপ সচিব পদটি ৫ম থেকে ৪র্থ গ্রেডে উন্নীত করায় অনেক কর্মকর্তাই সার্বক্ষনিক গাড়ি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। টাইম স্কেল ও সিলেকশন গ্রেডে পেয়ে ৪র্থ গ্রেডে বেতন উত্তোলন করলেই ৪র্থ গ্রেড পদ ধারী হয়ে সার্বক্ষনিক গাড়ি সুবিধার প্রাধিকার হবেন এমনটা নয়। বেতন স্কেল ৫০০০০ থেকে ৭১২০০ টাকা।

-ডিবি আর আর।

Leave a Comment