Site icon Real Raw News

অর্ধেক উপস্থিতি নিয়ে চলবে যে সব অফিস

দৈনিক বিদ্যালয় প্রতিবেদন :: বৈশ্বিক মহামারিতে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় আগামী দুই সপ্তাহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ থেকে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

শর্ত সাপেক্ষ অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ

১০ম গ্রেডের রায়ে শিক্ষকরা যেভাবে লাভবান হবেন : নথি সহ

এবিষয়ে তিনি জানান, এই সময়ে সরকারি বেসরকারি অফিস অর্ধেক উপস্থিতি নিয়ে চলবে। ২১ জানুয়ারি, শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। একারণেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারি-বেসরকারী অফিসে অর্ধেক জনবল দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, এবিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

এছাড়া গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সে জন্য অর্ধেক জনবল দিয়ে অফিস চালু রাখাএ সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে ৩৩% সীটই ইতোমধ্যে পূরণ হয়েছে। এই সংক্রমণ পরিস্থিতি আরো অবনতি হতে পারে। এজন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আগামী দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে একশ` জনের বেশি লোক অংশ নিতে পারবে না এবং সবার করোনার টিকার সনদ থাকতে হবে।

ডিবি আর আর।

Exit mobile version