আজ থেকে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

প্রাথমিক

বিদ্যালয় প্রতিবেদন :: আজ ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশের মন্ত্রিপরিষদ বিভাগ।

এবিষয়ে আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া এই নির্দেশনা শুক্রবার থেকেই কার্যকর হবে।

শর্ত সাপেক্ষ অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় জানালো মন্ত্রণালয়

এবার যে সকল শিক্ষার্থীদের ১৩ জানুয়ারির মধ্যে টিকা নিতে বলা হয়েছে

এছাড়াও মন্ত্রীপরিষদ বিভাগ থেকে চলতি করোনা সংক্রমণরোধে ৫টি জরুরি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে।

যার প্রথম নির্দেশনায় বলা হয় আগামী ১৬ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। নির্দেশনায় বলা হয়, ২১জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল, কলেজ বন্ধ থাকবে।

দ্বিতীয় নির্দেশনা হল, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

তৃতীয় নির্দেশনা হলঃ দেশের মধ্যে রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ, অনুষ্ঠানসমূহে ১০০ জনের বেশি কোন রকম সমাবেশ করা যাবে না। এসবক্ষেত্রে যারা এধরণের সমাবেশে যোগদান করবেন। তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

চতুর্থ নির্দেশনায় হলঃ সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্বভার বহন করবেন।

পঞ্চম ও শেষ নির্দেশনায় হলঃ বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরণের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বিষয় সমুহ দেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী মনিটর করবেন।

ডিবি আর আর।

READ MORE  ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *