সাতক্ষীরার শ্যামনগরে প্রধান শিক্ষকের মৃত্যু

প্রাথমিক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৭০ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ হজরত আলী মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহ….. রাজিউন।

তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত আফিল উদ্দিন গাজির জ্যৈষ্ঠ পুত্র এবং নূরনগর ইউনিয়নাধীন ১৭০ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।

শিক্ষকের পারিবারিক সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে সাতক্ষীরা জেলা সদরে অবস্থিত সিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে গেলে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে শিক্ষকের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ১ কন্যা, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

২৮ জানুয়ারি, শনিবার জোহর নামাজ বাদ স্থানীয় সিরাজপুর গাজীবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে এই শিক্ষকদের দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসির মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

READ MORE  স্কুলে ১০ বছর ধরে শিক্ষার্থী নেই অথচ শিক্ষকরা বেতন পাচ্ছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *