প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব

প্রাথমিক

দৈনিক বিদ্যালয় প্রতিবেদন :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মক্তাদের তালিকায় নতুন কর্মকর্তার নাম যোগ হল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। সেই সাথে ছেড়ে যাওয়া পদে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষিত বেকার যুবকদের জন্য বিশেষ জ্ঞাতব্য

শিক্ষা প্রতিষ্ঠান কি খুলবে ২১ ফেব্রুয়ারির পরে?

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি ও মহার্ঘ ভাতার সুপারিশ

এবিষয়ে বুধবার, ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ জারি করেছে।

এছাড়াও সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ সচিব কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

এখানে উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেনের পিআরএল এর আগে ২০২০ সালের ২৫ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান গোলাম মো. হাসিবুল আলম। এরপর থেকে তিনি এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন।

-ডিবি আর আর।

READ MORE  সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *