এইচএসসি রেজাল্ট প্রকাশ : রেজাল্ট দেখুন এখানে

উচ্চ মাধ্যমিক

এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আজ রেজাল্ট হস্তান্তর করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেজাল্ট প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচএসসি শিক্ষা বোর্ড রেজাল্ট ২০২১ মোবাইল এসএমএস এর মাধ্যমে দেখার/ডাউনলোড করার সিস্টেম :

বাংলাদেশের সকল পাবলিক রেজাল্ট এর মতো যথাঃ প্রাইমারির পিএসসি, ৮ম শ্রেণির জেএসসি, মাধ্যমিকের এসএসসি রেজাল্ট ২০২১ এর মতো মোবাইল এসএমএস এর মাধ্যেমে চেক করতে পারবেন। আপনি সহজেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ মোবাইল এসএমএস সিস্টেম এর মাধ্যমে চেক করতে পারেন। তার জন্য নিচের কাজগুলো অনুসরণ করতে হবে।

এইচএসসি রেজাল্ট ২০২১ কবে দিবে

• আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ মোবাইল এসএমএস এর মাধ্যমে পেতে আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করতে হবে :

• HSC <স্পেস> আপনার নির্ধারিত বোর্ডের প্রথম তিনটি অক্ষর যেমন ঢাকা হলে (DHA) <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর ২০২১
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

• উদাহরণ স্বরুপ : HSC 990348 2021 এরপর পাঠান 16222 (যে কোনও মোবাইল অপারেটরের কাছ থেকে) প্রেরণ করা যাবে।

নীচে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এসএমএস সংক্ষিপ্ত ০৩ অক্ষরের নাম গুলো দেখানো হল :

বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডের সংক্ষিপ্ত নাম দেখুন :

• ময়মনসিংহ বোর্ড এর- Mym

• বরিশাল বোর্ড এর- Bar

• চট্টগ্রাম বোর্ড এর- Chi

• কুমিল্লা বোর্ড এর- Com

• ঢাকা বোর্ড এর- Dha

• দিনাজপুর বোর্ড এর- Din

• যশোর বোর্ড এর- Jos

• রাজশাহী বোর্ড এর- Raj

• সিলেট বোর্ড এর- Syl

• মাদ্রাসা বোর্ড এর- Mad

• কারিগরি বোর্ড- Tec

এইচএসসি রেজাল্ট ২০২১ সকল শিক্ষা বোর্ডের জন্য অনলাইন রেজাল্ট দেখার সিস্টেম :

মোবাইলের এসএমএস এর মাধ্যমে পাবলিক পরীক্ষার রেজাল্ট এইচএসসি চেক করার জন্য একটি একদম সহজ সিস্টেম। এছাড়া অনলাইন হল সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখার সর্বাধিক জনপ্রিয় পদ্ধতি। অনলাইন ব্যবহার করে ইন্টারনেট থেকে একটি মার্কশীটসহ এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২১ ডাউনলোড বা প্রিন্ট করা একদম সহজ উপায়।

READ MORE  বৃত্তি পেলো ১০ হাজার ৫০১ জন শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ চেক লিংক http://www.educationboardresults.gov.bd এটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট চেক করতে একটি জনপ্রিয় সরকারী ওয়েবসাইট। এখানে থেকে এইচএসসি রেজাল্ট দ্রুত চেক করতে পারবেন। এবার এইচ.এস.সি পরীক্ষার রেজাল্ট চেক করার পদ্ধতি নিচের নিয়ম ‍গুলো দেখুন।

• প্রথমে, শিক্ষা বোর্ডের রেজাল্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে http://www.educationboardresults.gov.bd

• এবং এইচএসসি/আলিম নির্বাচন করতে হবে।

• তারপর পরীক্ষার বছর ২০২১ নির্বাচন করতে হবে।

• তার পর আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।

• তার পর আপনার রোল নম্বর এবং রেজিষ্টেশন নম্বর টাইপ করতে হবে।

এমন সব কিছু পূরণ করার পর একটি সহজ অংক আসবে তার সমাধান নির্ধারিত স্থানে লিখতে হবে। যেমন ৫+২ = ৭

• অথবা বা ক্যাপচা কোড থাকতে পারে সেটি প্রবেশ করুন এবং সাবমিট বোতামে ক্লিক করতে হবে।

• সাবমিট করার পর আপনার সামনে এইচ.এস.সি বা এইচএসসির রেজাল্ট হাজির হবে।

অনলাইনে মার্কশীটসহ সরকারী সাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২১

অনলাইনের মাধ্যমে মার্কশীটসহ এইচ.এস.সি রেজাল্ট ২০২১ চেক করার জন্য আরও একটি বিকল্প সরকারী ওয়েবসাইট রয়েছে। আপনি উপরের ওয়েবসাইট হিসাবে এই সাইট থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। এখানে আপনি লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট জিপিএ এবং নম্বর পত্র সহ মার্কশীট ডাউনলোড করতে পারবেন। উপরে আলোচিত সিস্টেম অনুসারে এই সিস্টেমটি একই রকম তবে কিছুটা পার্থক্যও রয়েছে?

• এক্ষেত্রে প্রথমে www.eboardresults.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

• এরপরে পরীক্ষা নাম সিলেক্ট করুন এইচএসসি/আলিম

• তারপর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বছর,

• নির্ধারিত বোর্ড সিলেক্ট করুন।

• এরপর আপনার রোল, রেজিষ্টেশন নম্বর লিখুন।

• এরপর ক্যাপচা কোড লিখুন।

• এরপরে রেজাল্ট বাটনে ক্লিক করুন এবং সফল ভাবে আপনার রেজাল্ট মার্কশীটসহ দেখতে পারবেন।

READ MORE  সরকারী বেসরকারী কলেজ সমুহের জন্য নয়টি জরুরী নির্দেশনা জারি

সকল পরীক্ষার্থীদের তাদের পরীক্ষার রেজাল্ট গুলো দেখতে অফিসিয়াল ওয়েবসাইটটি জানা থাকা উচিত। কারণ অফিসিয়াল ওয়েবসাইটই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও দ্রুত রেজাল্ট চেক করতে পারবেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশের অধীনে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখতে শিক্ষাবোর্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইট ও রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল eboardresults.com এইচএসসি পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশের অধীনে রয়েছে। সুতরাং এটি হল আপনার এইচ.এস.সি শিক্ষা বোর্ডের রেজাল্ট ২০২১ চেক করার অফিসিয়াল ওয়েবসাইট।

দৈনিক বিদ্যালয় / আর আর।

এইচএসসি পরীক্ষার সকল বোর্ডের রেজাল্ট দেখার লিংক, এইচএসসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে, এইচএসসি রেজাল্ট ডাউনলোড সকল বোর্ড ওয়েব সাইটের মাধ্যমে, এইচএসসি পরীক্ষার মার্কশীট ডাউনলোড

এইচএসসি পরীক্ষার সকল বোর্ডের রেজাল্ট দেখার লিংক, এইচএসসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে, এইচএসসি রেজাল্ট ডাউনলোড সকল বোর্ড ওয়েব সাইটের মাধ্যমে, এইচএসসি পরীক্ষার মার্কশীট ডাউনলোড

এইচএসসি পরীক্ষার সকল বোর্ডের রেজাল্ট দেখার/ডাউনলোড করার লিংক, এইচএসসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে, এইচএসসি রেজাল্ট ডাউনলোড সকল বোর্ড ওয়েব সাইটের মাধ্যমে, এইচএসসি পরীক্ষার মার্কশীট ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *