চাকরিজীবীদের বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে দেয়ার নির্দেশ

বেতন

দৈনিক বিদ্যালয় রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

১০ এপ্রিল, রোববার অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এএসএম লোকমান স্বাক্ষরিত এ আদেশ সংক্রান্ত এক চিঠি হিসাব মহানিয়ন্ত্রক বরাবর পাঠানো হয়েছে।  

যে চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ০৩ মে, চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকারী সিদ্ধান্ত হল, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এপ্রিল ২০২২ এর বেতন-ভাতা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।

এছাড়া বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস ১১৩ এর ২ এ প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।

ডিবি আর আর।

READ MORE  শিক্ষকদের EFT ফরম পূরণে যে সকল তথ‌্য লাগবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *