দুবাইয়ে এমিরেটসের যাত্রীদের জন্য যে সুখবর দিল

NEWS

চলতি গ্রীষ্মে দুবাই ভ্রমণকারী যাত্রীদের জন্য সুখবর দিল এমিরেটস এয়ারলাইন। ২২মে থেকে ১১জুন’র মধ্যে যারা দুবাই ভ্রমণের জন্য এমিরেটসে রিটার্ণ টিকিট ক্রয় করবেন, তাদের জন্য দুবাইয়ের তারকা হোটেলে ফ্রি থাকার সুযোগ করে দিচ্ছে এয়ারলাইনটি। তবে, যাত্রীদের ২৬মে থেকে ৩১আগস্ট’র মধ্যে ভ্রমণ করতে হবে।

২৪ ঘন্টার অধিক দুবাই স্টপওভার নিয়ে যদি কেউ এমিরেটস নেটওয়ার্কভূক্ত অন্য গন্তব্যেও ভ্রমণ করেন, তারাও এই ফ্রি হোটেল সুবিধা পাবেন। প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রীরা দুই রাতের জন্য ‘টুয়েন্টি ফাইভ আওয়ার্স হোটেল দুবাই ওয়ান সেন্ট্রাল’ হোটেলে, এবং প্রিমিয়াম বা ইকোনমি শ্রেণীতে ভ্রমণকারীরা ‘নভোটেল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দুবাই’ হোটেলে এক রাত্রীর জন্য ফ্রি আবাসন সুবিধা পাবেন।

emirates.com অথবা এমিরেটস কল সেন্টার অথবা টিকিট অফিস এবং ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ট্রাভেল এজেন্টদের কাছ থেকে দুবাই আগমনের ন্যুনতম ৯৬ ঘন্টা আগে টিকিট ক্রয় করতে হবে।

READ MORE  JUST IN: Biden Make THE 2024 Announcement

Follow Our Twitter: CLICK HARE



Join telegram Channel : CLICK HARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *