আরব আমিরাত সরকার আয় কম প্রবাসীদের জন্য নতুন ঘোষণা দিল

আরব আমিরাত

যে সকল কৃষকদের আয় কম তাদের আর্থিক সুবিধা প্রদান করবে আরব আমিরাত সরকার। শনিবার (২০ মে) দেশটির সরকার এ ঘোষণা দেন।

সংযুক্ত আরব আমিরাতের কমিউনিকেশন ডেভেলপমেন্ট এন্ড ইতিহাদ ওয়াটার এন্ড ইলেকট্রিসিটি মন্ত্রণালায় এক বিবৃতিতে জানিয়েছে, একজন কৃষকতে বাৎসরিক ২ হাজার ২৮৮ ডলার বা সোয়া দুই লাখ টাকার আর্থিক সুবিধা প্রদান করা হবে। খবর আর আরাবিয়া

বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সকল কৃষকদের আয় কম তাদের ওপর থেকে বিদ্যুৎ বিলের চাপ কমাতে এ ধরনের সহায়তা দেওয়া হবে। চলতি বছরের জুলাই থেকে এ সুবিধা চালু হবে।

আর্থিক সুবিধা পেতে যেসকল কৃষকদের নাম তালিকাভূক্ত করা হয়েছে তাদের মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানো হবে।

এই সুবিধা সেসব কৃষকদের দেওয়া হবে যারা স্থানীয়ভাবে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তবে যেসব কৃষক বাণিজ্যিক উদ্দেশ্যে ফসল ফলান তাদের এ সুবিধা দেওয়া হবে না।

যেসব কৃষকদ সরকারি আর্থিক সুবিধা পাবেন। তাদের মাসিক বিদ্যুৎ বিলের ওপর ছাড় দেওয়া হবে।

READ MORE  আমিরাতে অপরিবর্তিত দিরহামের রেট কমেছে কমেছে সোনার মূল্য

Follow Our Twitter: CLICK HARE



Join telegram Channel : CLICK HARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *