আজ ২৫ মে বৃহস্পতিবার, দেখে নিন, দিনার, রিয়াল, দিরহাম, ডলার, ইউরো, রিংগিত ও রুপির রেট

আরব আমিরাত

আজ ২৫ মে রোজ বৃহস্পতিবার, ২০২৩ ইং।

প্রবাসীরা বিশ্বের যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আপনারা দেশে টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে টাকা পাঠাবেন।

আগে রেট জানা থাকলে ভালো রেটে টাকা পাঠাতে পারবেন।

বিদেশ থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত মূদ্রা বিনিময় হার দেখে টাকা পাঠাবেন।

আর সব সময় মনে রাখবেন টাকার বিনিময় হার যে কোনো সময় পরিবর্তন হতে পারে।

আমরা একটি নির্দিষ্ট সময়ের বিনিময় হার দিয়ে থাকি।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি।

প্রবাসীরাই হলেন প্রকৃত দেশপ্রেমিক।

দেশে যে আজ বড় ধরনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এগুলোর বেশিরভাগই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।

আপডেটঃ ২৫-০৫-২০২৩

দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা

আমেরিকা ১ ডলার = ১০৭ টাকা ৫৫ পয়সা (মানিগ্রাম -১০৬.৯২ টাকা)

ইউরোপ ১ ইউরো = ১১৫ টাকা ৬৮ পয়সা (মানিগ্রাম -১১৫.১৬ টাকা)

ব্রিটেন ১ পাউন্ড = ১৩২ টাকা ২৭ পয়সা (মানিগ্রাম ১৩৩.৪৩ টাকা)

সৌদি আরব ১ রিয়াল = ২৮ টাকা ৬০ পয়সা (ওয়েস্টার্ন ২৮.৫১ টাকা)

আমিরাত ১ দিরহাম = ২৯ টাকা ৪০ পয়সা (ওয়েস্টার্ন ২৯.৩৫ টাকা)

কুয়েত ১ দিনার = ৩৫০ টাকা ৮৭ পয়সা (ওয়েস্টার্ন ৩৫০.৫১ টাকা)

কাতার ১ রিয়াল = ২৯ টাকা ৬৩ পয়সা

ওমান ১ রিয়াল = ২৭৮ টাকা ০০ পয়সা

বাহরাইন ১ দিনার = ২৮৬ টাকা ২১ পয়সা

মালয়েশিয়া ১ রিংগি = ২৩ টাকা ৪৫ পয়সা

সিঙ্গাপুর ১ ডলার = ৮০ টাকা ১০ পয়সা

ইন্ডিয়া ১ রুপি = ১ টাকা ২৮ পয়সা

এই মূদ্রা বিনিময় হারগুলো শুধুমাত্র বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বাংলাদেশে মূদ্রা বিনিময় হার ভিন্ন।

মূলত বাংলাদেশে রেট আরো কম থাকে। বাংলাদেশের মূদ্রা বিনিময় হার পেতে আপনার গুগল ফিন্যাসে ভিজিট করতে পারেন

অথবা দুই দেশের মূদ্রার নাম লিখে সার্চ দিলেই দেশের রেট জানা যাবে।

READ MORE  আমিরাতে মাহজুজ ড্রতে প্রায় ৩ কোটি টাকা জিতে যা বললেন প্রবাসী

যেমন আমিরাতের মুদ্রার মূল্য দেখতে লিখুন AED to BDT.

বিভিন্ন কারণে এই বিনিময় হার পরিবর্তন হতে পারে।

কারণ বিভিন্ন দেশের মুদ্রার মান সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে।

দেশের সার্থে আপনার উপার্জিত অর্থ বৈধ পথে প্রেরণ করুন।

হুন্ডির মত অ’বৈ’ধ পন্থা এড়িয়ে চলুন।

দেশে বৈধপথে টাকা পাঠালে ২.৫ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন।

আপনারা যারা হুন্ডিতে টাকা পাঠান তাঁরা দেশের নিজের অজান্তেই দেশের ক্ষ’তি করছেন।

দেশের দূ’র্ণী’তি করা অবৈধ টাকা আপনার বাড়িতে পৌঁছে দিবে আর আপনার কাছ থেকে নেওয়া বিদেশি মুদ্রা ভিন্ন কোন দেশে পাঠিয়ে দেবে।

বাংলাদেশ থেকে বাইরের দেশে এই টাকা পাঠানোর কোন বৈধ্য পথ নেই।

তাই এই অবৈধ্য টাকার মালিকরা আপনাদেরকে নিরাপদ পন্থা হিসেবে বেছে নিচ্ছে।

সুতরাং প্রবাসীরা সাবধান দেশের বৃহৎ স্বার্থে কখনই হুন্ডিতে টাকা পাঠাবেন না।

বিশ্বের বিভিন্ন দেশের মূদ্রার প্রকৃত রেট জানতে নিয়মিত ভিজিট করুণ আমাদের ওয়েব সাইটে।

Follow Our Twitter: CLICK HARE



Join telegram Channel : CLICK HARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *