আরব আমিরাতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে

Daily Report USA

আরব আমিরাতে কাঁচা ফলমূল ও শাকসবজি আইটেম গুলোতে দিন দিন কদর বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি ভোগ্য পণ্য গুলোতে। সচরাচর দেশটির সুপারমার্কেট,মিনিমার্ট,গ্রোসারিসহ ছোট বড় প্রায় ভোগ্যপণ্য মার্কেটে বাংলাদেশি পণ্য গুলো বেশি চোখে পড়ে।

বাংলাদেশি হোটেল,ক্যাপ্টেরিয়া বা খাবারের দোকানের পাশাপাশি ইন্ডিয়ান ও পাকিস্তানি রেস্টুরেন্টে চাহিদা থাকায় বৃদ্ধি পাচ্ছে কেনা বেচা।কৃষকের মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টার্জিত ফসল এখন দেশ ছাড়িযে বিদেশে রপ্তানিতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরকার পেতে পারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

বাংলাদেশি পণ্য গুলোর মধ্যে কাঠাল, ছোট আলু, কচুর লতি,লম্বা কচু,করলা,পটল,ঝিঙ্গাসহ অনেক আইটেম। এছাড়া নিত্য নতুন রপ্তানিতে যোগ হচ্ছে অনেকগুলো আইটেম। সম্পাদনা : জেরিন আহমেদ

READ MORE  Congressman Says FBI HQ Should Be Cut Over “Nefarious Behavior”

Follow Our Twitter: CLICK HARE



Join telegram Channel : CLICK HARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *