যেভাবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন

আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন নেওয়ার সাড়ে তিন বছরের মাথায় স্থানীয় দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিচ্ছে সরকার।

সোমবার আবুধাবিতে এ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটের মাধ্যমে প্রাথমিকভাবে নতুন জাতীয় পরিচয়পত্র এবং পরবর্তীতে পুরনো পরিচয়পত্রের সংশোধনীসহ অন্যান্য সেবা দেওয়া হবে।

এ কাজে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশনের ১৮ সদস্যের একটি কারিগরি দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে ১৮ মে থেকে, থাকবে ৩১ মে পর্যন্ত।রোববার আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দূতাবাসের উপ মিশন প্রধান মিজানুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শাখার মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির।

বক্তব্য দেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরওয়ার আলম, নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, এনআইডি কার্যক্রমের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন এবং দূতাবাসের এনআইডি ফোকাল পয়েন্ট আব্দুল আউয়াল।

সভায় এনআইডি কার্যক্রম সংক্রান্ত নানা বিষয়ের উপর নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসীরা এবং ইতোপূর্বে এনআইডির জন্য আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, “চল্লিশটি দেশে এনআইডি কার্যক্রমের আওতায় এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী বাংলাদেশিকে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। আরব আমিরাতে সফল হলে ক্রমান্বয়ে সৌদি আরবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন।”

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শাখার মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেন, “সরকার অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও বিনা পয়সায় দেশবাসীকে এনআইডি কার্ড দিচ্ছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন, তাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে সরকার এনআইডি কার্যক্রম সম্প্রসারণ করেছে।

READ MORE  সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিটের মেয়াদ ৩ বছর করা হচ্ছে

বিশ্বের অনেক দেশে এখনও বায়োমেট্রিক দিয়ে পাসপোর্ট প্রদান শুরু হয়নি। বাংলাদেশে ই-পাসপোর্ট, এনআইডি কার্যক্রম স্মার্ট বাংলাদেশের স্মার্ট সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।”

সরকারের এনআইডি কার্যক্রম সফল করতে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতার জন্য প্রবাসীদের অনুরোধ জানান রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *