বিমান বাংলাদেশ টিকিটে নিয়ে প্রবাসীদের জন্য দারুন সুখবর দিল

সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী বছরের ১-৪ জানুয়ারির মধ্যে টিকিট কাটলে পাওয়া যাবে এই ছাড়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান সূত্র জানায়, ২০২৪ সালের ১-৪ জানুয়ারির মধ্যে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকেট কাটলে ১৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।

ছাড় পেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে টিকিট কাটার সময় প্রোমো কোডের ছকে (৫২বিবিডিএওয়াই২৪) (ইংরেজি) টাইপ করতে হবে।

এছাড়া, বিমানের কল সেন্টার নম্বরে ফোন করেও টিকিট কাটা যাবে।

বর্তমানে বিমান দেশের অভ্যন্তরীণ সব বিমানবন্দরসহ আন্তর্জাতিক রুটে আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, নারিতা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদিনা, রিয়াদ, শারজাহ ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করে।

বিমান বহরে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার চারটি, ৭৮৭-৯ ড্রিমলাইনার দুটি, বোয়িং ৭৭৭-৩০০ ইআর চারটি, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ছয়টি ও বোম্বার্ডিয়ার ড্যাশ-৮-কিউ৪০০ মডেলের পাঁচটিসহ মোট ২১টি এয়ারক্র্যাফট আছে।

READ MORE  911 Call Made from Obama’s Estate over ‘Drowning’ of ‘African American Male’