মাধ্যমিকের পরীক্ষার ব্যাপারে চরমোনাই পীরের বিবৃতি

দৈনিক বিদ্যালয় : এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্তকে গভীর চক্রান্ত বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, এমন সিদ্ধান্ত কোনভাবে মেনে নেওয়া হবে না। ২৯ নভেম্বর রবিবার তিনি এক বিবৃতিতে
এমন মন্তব্য করেন।

পীর চরমোনাই বলেন, এসএসসির মত একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা না থাকলে জাতীয়ভাবে তার কোন গুরুত্ব থাকে না। পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ধর্ম শিক্ষাকে পাবলিক পরীক্ষা সমুহে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তবে এটি কাদের পরামর্শে পাবলিক পরীক্ষা থেকে বাদ দেওয়া হচ্ছে জাতি তা জানতে চায়।

মুফতি রেজাউল করীম বলেন, পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের মাত্র শতকরা ৮-১০% ছেলে-মেয়ে মাদরাসায় শিক্ষা লাভ করে। বাকি ৯০-৯২% পড়ে বিভিন্ন স্কুলে।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হয়, তবে তা হবে আমাদের যুব সমাজ ও নতুন প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র। তিনি আরো বলেন, এ দেশের জনগণ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়ার ষড়যন্ত্র যে কোনও মূল্যে রুখে দেবে।

-ডিবি আর আর।

READ MORE  নিয়মিত নামাজ পড়ার বিনিময়ে বাইসাইকেল পেল ছয় শিশু

Leave a Comment