প্রসঙ্গঃ প্রাথমিক শিক্ষক, কর্মকর্তা,কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ ও পুলিশ ভেরিফিকেশন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আজ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ, নিয়মিতকরণ ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্নকরণে তাগিদ দিয়ে এক পরিপত্র জারি করেছে। পরিপত্রটি সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ থেকে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ ওয়েবে প্রকাশ করে।

যার স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.০১৮. ২০১৯ ১ ৫ ০ ০০, সূত্রঃ প্রাশিঅ স্মারক নং-৩৮,০১.০০০০.১১০.০৬.০১৪.২০১৪-১৫৩; ও তারিখ: ১৩/০৯/২০২০।

পরিপত্রের বিষয় উল্লেখ্যঃ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ, নিয়মিতকরণ ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্নকরণ সংক্রান্ত।

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে পরিপত্রে উল্লেখ করা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণের চাকুরি স্থায়ীকরণ, নিয়মিতকরণ ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সময়মতাে সম্পন্ন হচ্ছেনা। ফলে চাকুরিতে পেনশন ও পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন
ধরণের জটিলতা সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেপ্টেম্বর ২০১০ মাসের সমম্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর, ২০২০ তারিখের মধ্যে তাঁর আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণের চাকুরি স্থায়ীকরণ, নিয়মিতকরণ ও পুলিশ ভেরিফিকেশন
কার্যক্রম সম্পন্ন করে বর্ণিত ইমেইল যােগে [email protected] অধিদপ্তরকে অবহিত করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের অন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

পরিপত্রটি মােঃ আতাউরহমান, সহকারী পরিচালক (সাধা:প্রা:) কর্তৃক স্বাক্ষরিত। যার ফোন নং ৫১-৫৫০৭৯১৭ ও [email protected].

READ MORE  শিক্ষকদের অভিন্ন আইডি কার্ড প্রদানের জরুরি নির্দেশনা অধিদপ্তরের

Leave a Comment