ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: ১লা এপ্রিল, বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ংকর রূপ ধারণ করায় ১১ এপ্রিল তারিখে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ ও লক্ষ্মীপুর-২ আসন সহ সকল নির্বাচন স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ৩১ মার্চের পর আপাতত আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত।

এর আগে গত ২৯ মার্চ করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, এরআগে, গত ১৭ই ফেব্রুয়ারি, বুধবার কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, আগামী ১১ এপ্রিল প্রথম দফায় ৩২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। এছাড়া ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি ভোটের সঙ্গে পৌর নির্বাচনের ৬ষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও গ্রহণ করার কথা ছিলো।

এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো এবারের আসন্ন ইউপির ভোটও হবে দলীয় প্রতীকে নেওয়ার কথা ছিলো।

-ডিবি আর আর।

READ MORE  How did-jeffrey morton die missing orange county hiker found dead

Leave a Comment