শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

দৈনিক বিদ্যালয় ডেস্ক : : শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে করোনা পরিস্থিতির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২৪ এপ্রিল, শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে কলেজ অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উক্ত ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

সেই ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান বলেন, “শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে সংকটাপন্ন না হয় এবং একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয়, এ বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় চিন্তাভাবনা করছে। এবিষয়ে পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষার খবর জানতে ‘দৈনিক বিদ্যালয়’ পড়ুন নিয়মিত!

ডিবি আর আর।

READ MORE  মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম

Leave a Comment