জন্ম-মৃত্যুর নিবন্ধনে নতুন আইন জারি

ডিবি ডেস্ক :: জন্ম ও মৃত্যুর নিবন্ধন করা নিয়ে নতুন আইন করেছে সরকার। এখন থেকে কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে। নতুন আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়ে এই জন্ম নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

৯ আগস্ট, সোমবার মন্ত্রিসভার অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানা গেছে।

বৈঠক শেষে জানা যায়, এখন থেকে প্রতি বছরের ৬ অক্টোবর তারিখকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ হিসেবে পালন করা হবে। যে দিবসটি এর আগে শুধু জন্ম নিবন্ধন দিবস হিসেবে পালন করা হতো।

বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এসডিজি অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে জন্ম নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং নতুন আইন অনুযায়ী সকলকে জন্ম ও মৃত্যুর ৪৫ দিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, বতর্মানে এই জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে ৭৫ টাকা করে প্রতি জনের জন্ম নিবন্ধন ফি হিসাবে নেয়া হয়। এছাড়া গত ৫/৬ মাস ধরে সরকার এটা নিয়ে কাজ করছে। তাছাড়া সঠিক নিবন্ধন না থাকায় অনেকে বয়স লুকিয়ে প্র‍য়োজনে বয়স কম-বেশি করেন। এখন থেকে নতুন এই আইনে সেটা আর সম্ভব হবে না বলে নিশ্চিত করেন মন্ত্রী পরিষদ সচিব।

ডিবি আর আর।

READ MORE  করোনায় দায়িত্ব পালনকারী প্রাথমিকের শিক্ষক, কর্মচারীদের তথ্য এন্ট্রি করণ প্রসঙ্গে

Leave a Comment