মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সরকার কন্টেন্ট ক্রয় করছে

ডিবি নিউজ ডেস্ক :: বৈশ্বিক মহামারি করোনার চলমান পরিস্থিতিতে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম সচল রাখতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১১ আগস্ট, বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্তে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই কন্টেন্ট কেনার বিষয়টির অনুমোদনও দেওয়া হয়েছে।

সেই বৈঠক শেষে মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, মহামারির কারণে শিক্ষা দক্ষতার ঘাটতি পূরণে শিক্ষার্থীদেরভার্চুয়ালি পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল ক্লাসরুম কন্টেন্ট কিনবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।

তিনি বলেন, এর আওতায় প্রথম ধাপে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে ১৭ কোটি ৩৫ লাখ টাকার ডিজিটাল কনটেন্ট ক্র‍য় করছি আমরা।

অতিরিক্ত সচিব আরও জানান, এছাড়া মন্ত্রী সভা কমিটির বৈঠকে করোনা আক্রান্ত রোগীর জীবন রক্ষার্থে দ্রুততম সময়ে পিসিআর টেস্ট কিট, অ্যান্টিজেন টেস্ট কিট, ভিটিএমসহ সোয়াব স্টিক, পিসিআর ল্যাব কনজিউমেবলস, সিপিএপি ও বিআইপিএপি মেশিন সরাসরি কেনার ক্ষেত্রে দেশের স্বাস্থ্য অধিদপ্তরকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

ডিবি আর আর।

READ MORE  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল বৃহস্পতিবার

Leave a Comment