সারা বছর যেভাবে ক্লাস নিতে হবে প্রাথমিক শিক্ষকদের : নেপের নির্দেশনা

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: শুধু শিক্ষায় নয়, যেকোন ক্ষেত্রে যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে পরিকল্পনার প্রয়োজন, সে জন্যে দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদী পরিকল্পনা তৈরি করা যায়। প্রাথমিক বিদ্যালয় সমুহে সারা বছর সফলভাবে পাঠদান করার জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা অবশ্যই আবশ্যক।

প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক কিংবা পাঠ্যসূচিতে যে সব বিষয়ের উল্লেখ আছে তা যদি সারা বছর পড়িয়ে শেষ না করা যায় তাহলে ছাত্র-ছাত্রী পরবর্তী শ্রেণিতে পাঠ গ্রহণের যোগ্যতা অর্জনে সক্ষম হবে না। এ ধরণের সমস্যায় পড়ে থাকে প্রাথমিক বিদ্যালয় সমুহ যারা বার্ষিক পাঠ পরিকল্পনা অনুসরণ করে না, তারা সবাই। এই ‘বার্ষিক পাঠ পরিকল্পনা’ যে কোন বিদ্যালয় নিজেরাই তৈরি করতে পারে ছুটির তালিকা, পরীক্ষার সময় ইত্যাদি দেখে। কিন্তু তারপরে ও নেপ বা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি থেকে প্রাথমিক শিখন-শেখানো কার্যক্রমকে সুব্যবস্থিত করতে প্রতি বছর নির্দেশনা প্রদান করে থাকে। এবার ২০২২ সনেও তার ব্যাতিক্রম হয় নি।

এই পাঠ পরিকল্পনা দৈনিক ও সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক হয়ে থাকে। কিন্তু শুধু আমরা নেপ কর্তৃক ঘোষিত বার্ষিক পাঠ পরিকল্পনা’ আপনাদের জন্য উপস্থাপন করছি।

বার্ষিক পাঠ পরিকল্পনা ডাউনলোড করুনঃ

2021-03-23-11-38-4e42a7c78e7f7343325e0b82faebc005

2021-03-20-10-41-be3e2c03ce7565a1284538bc817876f9

2021-03-20-10-48-fd7ad7180cd1e582cebca1ad600a7af0

2021-03-20-10-43-b350fffba909c5904261468adb74fe6b

2021-03-20-10-42-40e3be49355571503d8a2764e1a22863

এই পাঠ পরিকল্পনা অনুযায়ী ২০২২ সনের পাঠ গ্রহণ কার্যক্রম পরিচালনা করতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা বাধ্য।

এছাড়া নেপ কর্তৃক ঘোষিত এই বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠ শিখন পরিচালনা করলে পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তকে উল্লিখিত বিষয়বস্তুরপাঠদান ও বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিতব্য পরীক্ষা গ্রহণের পরিকল্পনাকে বার্ষিক পাঠপরিকল্পনা বলা যায়।

এবং বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠ প্রদান না করলে বছরের শেষে দেখা যাবে কোন পাঠ্যবই একাধিকবার পড়ানো হয়েছে আর কোনটা হয়তো একবারও শেষ হয়নি।

বিশেষ করে, যে সকল বিষয়ের জন্য পাঠ্যপুস্তক নেই, তার জন্য পরিকল্পনা তৈরি না করে হঠাৎ শ্রেণিতে গিয়ে কী পড়াতে হবে তা শিক্ষক বুঝতে পারবেন না। যারফলে পাঠ সার্থক হবে না এবং বছরের শেষে দেখা যাবে এই সব বিষয় সম্পর্কে বিশেষ কিছু পড়ানো হয়নি কিংবা কতটুকু পড়ানো হয়েছে তারও কোন ঠিক-ঠিকানা নেই।

READ MORE  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকার বিষয়ে অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা

মূল্যে এই পাঠ বার্ষিক পরিকল্পনা মোট কার্যদিন, তিনটি পরীক্ষার সময়কাল, পুনরালোচনা ও পাঠদানের জন্য বরাদ্দযোগ্য সময় ঠিক করে দিয়েছে।

-ডিবি আর আর।

Leave a Comment