ফের বিশ্বজুড়ে বাড়ছে করোনা, উৎকণ্ঠায় প্রবাসীরা

চলতি শীত মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশে ফের বেড়েছে প্রাণঘাতী করোনার নতুন ঢেউ। গত এক মাসে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের শতকরা হার বেড়েছে ৫২ শতাংশ। বেড়েছে করোনায় মৃত্যুর হারও। গত ২৮ দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েছে আট শতাংশ। শনিবার এক বিবৃতিতে বিশ্ব স্থাস্থ্য সংস্থা -ডব্লিউএইচও এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, বেশ কয়েক মাস বিরতির পর নভেম্বর থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।

সংস্থাটি বলছে, নভেম্বরের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এক মাসে বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ এবং তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ১ হাজার ৬০০ জন। শতকরা হিসেবে এক মাসে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ৫২ শতাংশ।

এদিকে মালয়েশিয়াতেও ফের করোনা সংক্রমণ বেড়েছে কয়েকগুণ। এ নিয়ে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাংলাদেশিরা। সবাইকে সতর্কতা হিসেবে ইতোমধ্যে মাস্ক পড়া এবং জনাসমাগম এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে সরকার। সেই ধারবাহিকতায় সংক্রমণ ঠেকাতে প্রবাসী বাংলাদেশিদেরও সেই স্বাস্থ্য সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর।

READ MORE  Coca-Cola Implicated In Purchase of Children and ‘Black Market Organs’ From Ukraine