এবারের পহেলা বৈশাখ পালনে সরকারি নির্দেশনা

দৈনিক বিদ্যালয় ডেস্ক : : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, আ.স. ম. হাসান আল আমিন এবারের করোনা পরিস্থিতিতে পহেলা বৈশাখ উৎযাপন বিষয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৭ই এপ্রিল জানিয়েছে যে,

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন/ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুনুষ্ঠান আয়ােজনের জন্য নির্দেশক্রমে অনুরােধ জানানাে হলাে।

উক্ত প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, কোন অবস্থাতেই জনসমাগম করা যাবে না।

উল্লেখ্য, গত ২১ মার্চ ২০২১ তারিখে আন্তঃ মন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদ্যাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির ভিত্তিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়।

“দৈনিক বিদ্যালয়” শিক্ষা, চাকুরী ও সমসাময়িক খবর খবর প্রকাশ করে। শিক্ষা ও চাকুরী সহ সাম্প্রতিক খবরের লেটেস্ট আপডেট জানতে নিয়মিত সার্চ করুন dainikbidyaloy.com।

-ডিবি আর আর।

READ MORE  ১৫ সন্তানের পরেও আবার যে মা গর্ভবতী : নিতে চান আরো!

Leave a Comment