বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হলেন যারা

ডিবি ডেস্ক :: ১৭ মে, সোমবার শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির এক সভায় অনুষ্ঠিত হয়। এসভায় শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। যাতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মো: গোলাম ফারুক।

সে সভায় দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমুহে ১৪১৭ জন শিক্ষক-কর্মচারীকে নতুনকরে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এদের মধ্যে মাধ্যমিকে ১০৬২ জন ও কলেজ পর্যায়ের ৩৫৫ জন শিক্ষক ও কর্মচারী অন্তর্ভুক্ত হয়েছে।

সে সভা থেকে জানা যায়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী যারা এমপিওভুক্ত হয়েছে তাদের সংখ্যা মোট ১০৬২ জন। এর মধ্যে বরিশালের ৪৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১১, কুমিল্লা অঞ্চলের ৭৯, ঢাকার ১৮৭, খুলনা অঞ্চলের ১৯৬, ময়মনসিংহ অঞ্চলের ১২৩, রাজশাহীর ১৬২ জন, রংপুরের ১২৩ ও সিলেট অঞ্চলের ৩১ জন শিক্ষক কর্মচারী অন্তর্ভুক্ত। 

এছাড়া কলেজ পর্যায়ের ৩৫৫ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশালের ৪০, চট্টগ্রামের ১৭, কুমিল্লার ৩৪, ঢাকার ২৮, খুলনার ৬১, ময়মনসিংহের ৪৫, রাজশাহীর ৫৬, রংপুরের ৬৯ ও সিলেট অঞ্চলের ৫ জন শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হয়েছেন।

ডিবি আর আর।

READ MORE  ২টি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসল

Leave a Comment