১৩তম গ্রেডে বেতন দিতে প্রাথমিকের শিক্ষকদের জন্য যে আদেশ জারি হল

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ১৩ তম গ্রেড সরকারের ঘোষণার ১১ মাস পার হলেও এখনও বাস্তবায়ন হয়নি প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড। এছাড়া কোন শিক্ষক এ বেতন গ্রেড পাবেন বা পাবেন না, তা নিয়ে চলছিল নানা গুঞ্জন। বিশেষ করে যারা স্নাতক দ্বিতীয় শ্রেণিতে পাস নয়, তারা ১৩ তম গ্রেডে আইবাস++ এ ফিক্সেশনের আওতায় ১৩তম গ্রেড পাচ্ছিলেন না। এমন খবর রটে যায় শিক্ষকদের মুখে মুখে।

এর সমাধানে ১৯ জানুয়ারি মঙ্গলবার ১৩তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে। যাতে বলা হয়ে;

‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের মধ্যে যারা এখনো কর্মরত আছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক বেতন গ্রেড নির্ধারণে নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হল।’

যার ফলে ২০১৯ সালের আগে নিয়োগপ্রাপ্ত সকল সরকারি প্রাথমিকের শিক্ষক ১৩তম গ্রেডের আওতায় বেতন ভুক্ত হবেন।

আরে পড়ুনঃ প্রাথমিক শিক্ষক প্রতিনিধিরা প্রাগশি মন্ত্রণালয়ের সচিবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন

দৈনিক বিদ্যালয়’ র শিক্ষা বিষয়ক নিউজ নিয়মিত পেতে ’দৈনিক বিদ্যালয়’ অথবা dainikbidyaloy.com লিখে গুগলে সার্চ করুন।

-ডিবি আর আর।

READ MORE  মাঠ প্রশাসনে পদোন্নতি : ১১-১৬ গ্রেড কর্মচারীদের বেতন বাড়াতে প্রধানমন্ত্রীর সায়

Leave a Comment