জেনে নিন : ১৩তম গ্রেডে বেতন ফিক্সেশন হলে কার বেতন কত হবে

১৩তম গ্রেডে শিক্ষকদের বেতন ফিক্সেশন হলে কার বেতন কত হবে

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: সকলে শিক্ষক ১৩তম গ্রেড পাচ্ছেন না, এমন খবর ভাইরাল হওয়ার পরে অর্থ বিভাগীয় এক পরিপত্রে শিক্ষকদের মধ্যে স্বস্তির নিশ্বাস আসে। গত ২০ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টিকরণ চিঠি সেই জল্পনা কল্পনার আবসান ঘটায়। নতুন নিয়মে সকল সহকারী শিক্ষক ১৩তম গ্রেডের সুবিধার আওতায় আসবেন এবং এই ফিক্সেশন হবে উচ্চধাপে। যার ফলে সবার বেতনই কম-বেশি বাড়বে।

এবার আসুন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন নির্ধারণ করলে কার মূল বেতন বা ব্যাসিক কত হবে জেনে নিই।

বর্তমানে যাদের ১৫ তম গ্রেড ৯৭০০ টাকার স্কেলে মূল বেতন ০৯।০২।২০২০ তারিখে ১৩ তম গ্রেড ১১০০০-২৬৫৯০ টাকা স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে।

৯,৭০০ টাকা স্কেলে মূল বেতন
======================
০৯,৭০০ মূল বেতন হলে ১১,০০০
১০,১৯০ মূল বেতন হলে ১১,০০০
১০,৭০০ মূল বেতন হলে ১১,০০০
১১,২৪০ মূল বেতন হলে ১১,৫৫০
১১,৮১০ মূল বেতন হলে ১২,১৩০
১২,৪১০ মূল বেতন হলে ১২,৭৪০
১৩,০৪০ মূল বেতন হলে ১৩,৩৮০
১৩,৭০০ মূল বেতন হলে ১৪,০৫০
১৪,৩৯০ মূল বেতন হলে ১৪,৭৬০
১৫,১১০ মূল বেতন হলে ১৫,৫০০
১৫,৮৭০ মূল বেতন হলে ১৬,২৮০
১৬,৬৭০ মূল বেতন হলে ১৭,১০০
১৭,৫১০ মূল বেতন হলে ১৭,৯৬০
১৮,৩৯০ মূল বেতন হলে ১৮,৮৬০
১৯,৩১০ মূল বেতন হলে ১৯,৮১০

১৪ তম গ্রেড ১০,২০০টাকা স্কেলের মূল বেতন ০৯।০২।২০২০ ইংরেজি তারিখে ১৩ তম গ্রেড ১১,০০০ – ২৬,৫৯০টাকা স্কেলে নিম্নে উল্লেখিত হারে বেতন নির্ধারিত হবে।

১০,২০০ টাকা স্কেলে মুল বেতন
=======================
১০,২০০ মূল বেতন হলে ১১,০০০
১০,৭১০ মূল বেতন হলে ১১,০০০
১১,২৫০ মূল বেতন হলে ১১,৫৫০
১১,৮২০ মূল বেতন হলে ১২,১৩০
১২,৪২০ মূল বেতন হলে ১২,৭৪০
১৩,০৫০ মূল বেতন হলে ১৩,৩৮০
১৩,৭১০ মূল বেতন হলে ১৪,০৫০
১৪,৪০০ মূল বেতন হলে ১৪,৭৬০
১৫,১২০ মূল বেতন হলে ১৫,৫০০
১৫,৮৮০ মূল বেতন হলে ১৬,২৮০
১৬,৬৮০ মূল বেতন হলে ১৭,১০০
১৭,৫২০ মূল বেতন হলে ১৭,৯৬০
১৮,৪০০ মূল কারণ হলে ১৮,৮৬০
১৯,৩২০ মূল বেতন হলে ১৯,৮১০
২০,২৯০ মূল বেতন হলে ২০,৮১০

READ MORE  সিনিয়রিটি, পদোন্নতি, টাইমস্কেল বাতিল, টাকা ফেরত, মূলবেতন কমল প্রাথমিক শিক্ষকদের

১৩ তম গ্রেড ১১,০০০ স্কেলের মূল বেতন ০৯।০২।২০২০ ইংরেজি তারিখে ১২ তম গ্রেড ১১,৩০০ – ২৭,৩০০ টাকার স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে।

১১,০০০ টাকা স্কেলে মুল বেতন
=======================
১১,০০০ মূল বেতন হলে ১১,৩০০
১১,৫৫০ মূল বেতন হলে ১১,৮৭০
১২,১৩০ মূল বেতন হলে ১২,৪৭০
১২,৭৪০ মূল বেতন হলে ১৩,১০০
১৩,৩৮০ মূল বেতন হলে ১৩,৭৬০
১৪,০৫০ মূল বেতন হলে ১৪,৪৫০
১৪,৭৬০ মূল বেতন হলে ১৫,১৮০
১৫,৫০০ মূল বেতন হলে ১৫,৯৪০
১৬,২৮০ মূল বেতন হলে ১৬,৭৪০
১৭,১০০ মূল বেতন হলে ১৭,৫৮০
১৭,৯৬০ মূল বেতন হলে ১৮,৪৬০
১৮,৮৬০ মূল বেতন হলে ১৯,৩৯০
১৯,৮১০ মূল বেতন হলে ২০,৩৬০
২০,৮১০ মূল বেতন হলে ২১,৩৮০
২১,৮৬০ মূল বেতন হলে ২২,৪৫০
২২,৯৬০ মূল বেতন হলে ২৩,৫৮০
২৪,১১০ মূল বেতন হলে ২৪,৭৬০

১২ তম গ্রেড ১১,৩০০টাকা স্কেলের মূল বেতন ০৯।০২।২০২০ ইংরেজি তারিখে ১১ তম গ্রেড ১২,৫০০ – ৩০,২৩০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে।

১১,৩০০ টাকা স্কেলে মূল বেতন
======================
১১,৩০০ মূল বেতন হলে ১২,৫০০
১১,৮৭০ মূল বেতন হলে ১২,৫০০
১২,৪৭০ মূল বেতন হলে ১২,৫০০
১৩,১০০ মুল বেতন হলে ১৩,১৩০
১৩,৭৬০ মূল বেতন হলে ১৩,৭৯০
১৪,৪৫০ মূল বেতন হলে ১৪,৪৮০
১৫,১৮০ মূল বেতন হলে ১৫,২১০
১৫,৯৪০ মূল বেতন হলে ১৫,৯৮০
১৬,৭৪০ মূল বেতন হলে ১৬,৭৮০
১৭,৫৮০ মূল বেতন হলে ১৭,৬২০
১৮,৪৬০ মূল বেতন হলে ১৮,৫১০
১৯,৩৯০ মূল বেতন হলে ১৯,৪৪০
২০,৩৬০ মূল বেতন হলে ২০,৪২০
২১,৩৮০ মূল বেতন হলে ২১,৪৫০
২২,৪৫০ মূল বেতন হলে ২২,৫৩০
২৩,৫৮০ মূল বেতন হলে ২৩,৬৬০
২৪,৭৬০ মূল বেতন হলে ২৪,৮৫০
২৬,০০০ মূল বেতন হলে ২৬,১০০
২৭,৩০০ মূল বেতন হলে ২৭,৪১০

১১ তম গ্রেড ১২,৫০০ স্কেলের মূল বেতন ০৯।০২।২০২০ ইংরেজি তারিখে ১০নং গ্রেড ১৬,০০০ – ৩৮,৬৪০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে।

READ MORE  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা ভাড়া সংক্রান্ত নির্দেশ প্রধানমন্ত্রীর

১২,৫০০ টাকা স্কেলে মূল বেতন
=======================
১২,৫০০ মূল বেতন হলে ১৬,০০০
১৩,১৩০ মূল বেতন হলে ১৬,০০০
১৩,৭৯০ মূল বেতন হলে ১৬,০০০
১৪,৪৮০ মূল বেতন হলে ১৬,০০০
১৫,২১০ মূল বেতন হলে ১৬,০০০
১৫,৯৮০ মূল বেতন হলে ১৬,০০০
১৬,৭৮০ মূল বেতন হলে ১৬,৮০০
১৭,৬২০ মূল বেতন হলে ১৭,৬৪০
১৮,৫১০ মূল বেতন হলে ১৮,৫৩০
১৯,৪৪০ মূল বেতন হলে ১৯,৪৬০
২০,৪২০ মূল বেতন হলে ২০,৪৪০
২১,৪৫০ মূল বেতন হলে ২১,৪৭০
২২,৫৩০ মূল বেতন হলে ২২,৫৫০
২৩,৬৬০ মূল বেতন হলে ২৩,৬৮০
২৪,৮৫০ মূল বেতন হলে ২৪,৮৭০
২৬,১০০ মূল বেতন হলে ২৬,১২০
২৭,৪১০ মূল বেতন হলে ২৭,৪৩০
২৮,৭৯০ মূল বেতন হলে ২৮,৮১০
৩০,২৩০ মূল বেতন হলে ৩০,২৬০

০৯।০২।২০২০ ইংরেজি তারিখে উল্লেখিত হারে মূল বেতন নির্ধারণের পর ০১।০৭।২০২০ ইংরেজি তারিখে যথারীতি প্রাপ্য ইনক্রিমেন্ট যোগ হবে।

তথ্যসূত্র : শিক্ষাজগত ও শিক্ষক মোস্তফা জামাল উদ্দীন। – ডিবি আর আর।

Leave a Comment