শিক্ষক সহ নিহত ৪ একই পরিবারের

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। এই দূর্ঘটনায় অটো রিক্সা চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।

বুধবার, ১৪ এপ্রিল বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেনঃ উপজেলার রামপুরা গ্রামের প্রাথমিক আনিসুর রহমান, শিক্ষকের মা রেহেনা বেগম (ইসহাক আলীর স্ত্রী), শিক্ষকের স্ত্রী রাজিয়া সুলাতানা ও শ্যালক মো. জাহিদ।

এই ঘটনায় প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলায় পণ্যবোঝাই কাভার্ডভ্যানটি উক্ত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ৭ জন যাত্রী গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপ্র জাহিদের মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক আনিসুর রহমান, বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে শিক্ষকের মা রেহেনা বেগম, সন্ধ্যায় চিকিৎসা চলাকালীন স্ত্রী রাজিয়া সুলাতানার ও মৃত্যু হয়।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, নিহতদের পারিবার থেকে জানা গেছে, শিক্ষক আনিসুর রহমানের এক মাসের শিশু সন্তান কয়েকদিন ধরে জ্বরে ভোগায় তাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। সেই শিশুটি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আনিছুর রহমান (৩৫)।

-ডিবি আর আর।

READ MORE  প্রাথমিকের শিক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য ৬৪ জেলায় মেন্টর নিয়োগ

Leave a Comment