ডিপিই এর ই-প্রাইমারি স্কুল সিস্টেম হতে শিক্ষকদের আইডি কার্ড সংগ্রহ করবেন যেভাব

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কিছুকাল পূর্বে অভিন্ন আইডি কার্ড প্রণয়নের কথা বলা হয়। সেই অভিন্ন আইডি কার্ডের ফরমেট ডিপিই এর ই প্রাইমারি সিস্টেম থেকে ডাউনলোড করতে যা করতে হবে, তা নিম্নে দেওয়া হল।

১। প্রথমে ‘ই-প্রাইমারি স্কুল সিস্টেম’ এ লগইন করতে হবে।

এটি অবশ্যই উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে উপজেলা আইডি দিয়ে করতে হবে।

২। এরপর, শিক্ষক ব্যবস্থাপনা মেনুতে গেলে অনেকগুলো সাব মেনু পাওয়া যাবে। সেখান থেকে “শিক্ষক-শিক্ষিকার আইডি কার্ড” সাবমেনু খুজে বের করে ক্লিক করতে হবে।

৩। এরপর, বিভাগ, জেলা, থানা আগে থেকেই সিলেক্ট করা থাকবে। শুধু ক্লাস্টার, স্কুলের ধরণ ও স্কুলের নাম সিলেক্ট করতে হবে।

৪। এরপর, show report এ ক্লিক করলেই সেই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের আইডি কার্ড শো করবে।

৫। এরপর, কাংখিত আওডি কার্ডের পিডিএফ কপি ডাউনলোডপূর্বক প্রিন্ট করে শিক্ষক এবং উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর সংযুক্ত করে লেমিনেশন করলেই হয়ে যাবে প্রাথমিক শিক্ষকদের ব্যবহার উপযোগী আইডি কার্ড।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক‌দের জন‌্য অভিন্ন আইডি কার্ড বিষয়ে কথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেছিলেন, শিক্ষক‌দের জন‌্য আইডি কার্ড e primary school system থে‌কে নি‌জেরাই ডাউন লোড ক‌রে নি‌জের সাক্ষর দি‌য়ে শিক্ষা অ‌ফিসারে সাক্ষর নি‌য়ে লে‌মি‌নে‌টিং কর‌লেই হ‌বে। এটা নি‌য়ে কেহ যেন বা‌নিজ‌্য কর‌তে না পা‌রেন, এ জন‌্য এ ব‌্যবস্থা করা হয়েছে।

ডিবি আর আর।

READ MORE  একই বিদ্যালয়ে ৩ থেকে ৫ বছরের বেশি থাকতে পারবেন না প্রাথমিক শিক্ষকরা

Leave a Comment