পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে প্রথম যে ’মুসলিম লেডিগার্ল’

দৈনিক বিদ্যালয় :: ভারতের পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে৷ ৫০০ নাম্বারের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছেন এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কান্দি হাইস্কুলের শিক্ষার্থী রুমানা আক্তার। সেখানে এবারই প্রথম কোন মুসলিম শিক্ষার্থী পশ্চিমবঙ্গে পাবলিক পরিক্ষায় প্রথম হয়েছে।

এবছর সেখানে ৮ লাখ ১৯ হাজার ২০২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং পাশের হার হল ৯৭.৯৮ শতাংশ। এবার সেখানে ৩ লাখ ১৯ হাজার শিক্ষার্থী প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে এবং তাদের মধ্যে ৫০০ নাম্বারের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হন রুমানা আক্তার।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি থানার শিবরাম বাটি এলাকার রুমানা আক্তারের পরিবার তার ফলাফলে খুবই খুশি।

রুমানা বড় হয়ে ডাক্তার হতে চায়। এছাড়া সে বিজ্ঞানের শিক্ষার্থী। জানাগেছে রুমানা আক্তারের বাবা মা দুই জনেই শিক্ষক। তার এই সাফল্যে তার বাবা মা স্কুলের শিক্ষক ও বন্ধুরাও খুবই খুশি।

ফল প্রকাশের সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস বলেন, এ বছর উচ্চমাধ্যমিক পরিক্ষায় একজনই সর্বোচ্চ নাম্বার পেয়েছে। এবং সে একজন ‘লেডিগার্ল’ বলে উল্লেখ করেন। যা নিয়ে সেখানে এখন বিতর্ক তুঙ্গে।

ডিবি আর আর।

READ MORE  জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে নাঃ শিক্ষামন্ত্রী

Leave a Comment