স্বর্ণের দাম কমে গেলো দুবাইতে

সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে দুবাই ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস। বুধবার (০৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে গণমাধ্যমটি। তবে বাজার খোলার সময় মূল্যবান ধাতুটির ২৪ ক্যারেট রূপটি এখনও ২৫০ দিরহামের ঘরেই রয়েছে।

দুবাই জুয়েলারি গোষ্ঠীর তথ্য অনুসারে, বুধবার প্রতি গ্রাম স্বর্ণের দাম কমেছে দশমিক ২৫ দিরহাম। ফলে ২৪ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম ২৫০ দিরহাম এবং ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম যথাক্রমে ২৩১ দশমিক ৫, ২২৪ এবং এবং একশত বিরানব্বই দিরহাম দামে বিক্রি হচ্ছে৷

স্থানীয় সময় সকাল ৯ টা ১৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ড দশমিক ২১ শতাংশ বেড়ে ২ হাজার তেষট্টি দশমিক আটানব্বই ডলার প্রতি আউন্স হয়েছে। ক্রমবর্ধমান হার এবং মার্কিন ডলারের পুনরুত্থানের কারণে মঙ্গলবার দেরিতে দামগুলো মধ্যাম গতিতে পিছিয়েছে। যা গত মাসে তীব্রভাবে বেড়ে গিয়েছিল।

READ MORE  Who Is George Reed CFL? What Happened To Saskatchewan Roughrider legend death cause?