প্রাথমিকের উপবৃত্তির টাকা নগদে পাওয়ার ক্ষেত্রে শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

দৈনিক বিদ্যালয় ডেস্ক : সুবিধাভোগী অভিভাবকের যে মোবাইল নাম্বারটি পোর্টালে এন্টি করবেন তা অবশ্যই সংশ্লিষ্ট অভিভাবকের নিজের নামে বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। না এন্টি থাকে তাহলে কোনক্রমেই টাকা উত্তোলন করতে পারবেন না।সংশ্লিষ্ট অভিভাবকের মোবাইল নাম্বারটি যাচাই পূর্বক এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে কিভাবে যাচাই করবেন কিভাবে জানবেন সিমটি সংশ্লিষ্ট অভিভাবকের নামে নিবন্ধিত কিনা?

প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির বিতরনের জন্য যেহেতু সিমটি অভিভাবকের এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের এটি জানা থাকা দরকার।

নিবন্ধিত কিনা তা জানার পদ্ধতি সমূহঃ

১. ডায়াল করুন *১৬০০১# এরপর একটা ম্যাসেজ আসবে, যেখানে এনআইডির শেষ চারটি ডিজিট টাইপ করে send বা OK করুন।

২. আপনাকে ম্যাসেজ পাঠাবে। মেসেজ অপশনে গিয়ে দেখুন। যদি নম্বরটি এনআইডি দ্বারা নিবন্ধিত হয়, তাহলে সেই মোবাইল নাম্বারের শেষ তিনটি ডিজিট শো করবে।
এভাবে জানতে পারবেন মোবাইল নম্বরটি এনআইডি দ্বারা নিবন্ধিত কিনা?

নয় ভাই-বোনের মধ্যে দুই ভাই জেলা প্রশাসক, এক বোন এএসপি

২টি বিষয়ে গুরুত্বারোপ : ১৬ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি

শিক্ষকদের জিপিএফের টাকার হিসাব বিষয়ে নির্দেশনা

-লিপি খাতুন প্রধান শিক্ষক, প্রতিভাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলিয়া, খুলনা ও সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, দিঘলিয়া, খুলনা।

dainikbidyaloy.com

READ MORE  এবছর প্রাথমিকে অটোপাস নয়, ক্লাস ও পরীক্ষা যেভাবে নেওয়া হবে

Leave a Comment