প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সিলেবাস

দৈনিক বিদ্যালয়ঃ ২০১৮ সনের প্রাথমিক সহকারী শিক্ষক লিখিত নিয়োগ পরীক্ষার প্রশ্নালোকে ২০২০ সনে অনুষ্ঠিত সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার জন্য সম্ভাব্য সিলেবাস বা প্রশ্নের ধরণ বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান অংশ থেকে যা যা আসতে পারে তার একটি রুপরেখা নিম্নে তুলে ধরা হল।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল

বাংলা থেকে ২০ নম্বরের প্রশ্নে যা থাকতে পারেঃ

ব্যাকরন অংশ থেকে -১৬ এবং বাংলা সাহিত্য অংশ থেকে -৪ নম্বরের প্রশ্ন আসে।

# বর্ন ও ধ্বনি, দ্বিরুক্ত শব্দ -২, সন্ধি -১ বাক্য শুদ্ধি ও বানান -৩, সমাস -২, প্রকৃতি ও প্রত্যয় -১, বিপরীত শব্দ -১, শব্দ -১, সমার্থক শব্দ -১, এক কথায় প্রকাশ -১, বাগধারা-বাগবিধি -১, পদ প্রকরন -২, কারক ও বিভক্তি -২, বাক্য প্রকরন -১, উপসর্গ-অনুসর্গ -১, কাল, যতিচিহ্ন -১, অধুনিক যুগ, রবি, নজরুল -১, পত্রিকার সম্পাদক , ছদ্মনাম , উপাধি -১, মুক্তিযুদ্ধ গ্রন্থ , উপন্যাস -১.

তবে অনেক সময় এর ব্যাতিক্রম ঘটে যে কোন ক্যাটেগরি থেকে কম-বেশি নাম্বারের প্রশ্ন আসতে পারে।

সহকারী শিক্ষক পদে আবেদন করতে অন-লাইনে Application Form পূরণের নির্দেশনা

ইংরেজি থেকে ২০ নম্বরের প্রশ্নে যা থাকতে পারেঃ

Grammer -১৩/১৪ এবং Vocabulary মুখস্ত নির্ভর অংশ থেকে -৬/৭ নাম্বারের প্রশ্ন এসে থাকে।

# Literature -1. Parts Of Speech -2. Tense/Right form of verb -3. Fill in the blank with appropriate/preposition -3. Verb, Gerund, Participle -3. Number, Gender -2. Voice -1. Narration -2. Sentence Correction -2.

মুখস্ত নির্ভর অংশ থেকে যা আসে: Spelling -1. Idioms & Phrase -2. Synonym+antonym -2. One Word Substitution -1.

তবে অনেক সময় এর ব্যাতিক্রম ঘটে যে কোন ক্যাটেগরি থেকে কম-বেশি নাম্বারের প্রশ্ন আসতে পারে।

ফেসবুকে অধিদপ্তর থেকে জারি করা চিঠি সম্পর্কে মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত

READ MORE  সহকারী শিক্ষক পদে নিয়োগে কোটা বাতিল চেয়ে রিট

গনিত থেকে ২০ নম্বরের প্রশ্নে যা থাকতে পারেঃ

পাটিগনিত অংশ থেকে ১২/১৩, বীজগনিত -৫/৬, জ্যামিতি -৪/৫ নাম্বারের প্রশ্ন থাকতে পারে।

# পাটি গণিতঃ দশমিক ভগ্নাংশের সংখ্যা , মৌলিক সংখ্যা -২, শতকরা -১, লসাগু, গসাগু -১, ঐকিক নিয়ম -১, অনুপাত : সমানুপাত -১, বয়স, গড়ের অংক -২, ধারা বা অনুক্রম -১, লাভ-ক্ষতি -১, সুদকষা -১,

# বীজগনিতঃ সরল সমীকরন -১, মান নির্ণয়, উৎপাদক -২, সূচক ও লগারিদম -১.

# জ্যামিতিঃ রেখা ও কোন -১, চতুর্ভুজ , বৃত্তের ধারণা বেসিক সূত্রের অংক সমূহ -১, ত্রিভুজ -২, পরিমিতি -২.

তবে অনেক সময় এর ব্যাতিক্রম ঘটে যে কোন ক্যাটেগরি থেকে কম-বেশি নাম্বারের প্রশ্ন আসতে পারে।

শিগগিরই ভারতীয় ভিসা চালু হওয়ার আশ্বাস দিলেন হাইকমিশনার

সাধারণ জ্ঞান , কম্পিউটার, দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান থেকে যে প্রশ্ন থাকতে পারেঃ

মানবন্টনঃ দৈনন্দিন বিজ্ঞান -২০, বাংলাদেশ -১০, আন্তর্জাতিক -৫, বিজ্ঞান -৪, কম্পিউটার -২.

# বাংলাদেশঃ ভৌগােলিক অবস্থান, আয়তন, সীমানা -১, ঐতিহ্য, স্থাপনা নির্দশন -১, বালাংদেশের জনসংখ্যা, উপজাতি -১, প্রাচীন বাংলার ইতিহাস, ইংরেজ-ব্রিটিশ শাসন -৩, সংবিধান ও প্রশাসনিক কাঠামাে -২, বাংলাদেশের জনপদ, নল-নদী, মুক্তিযুদ্ধ -৩, খেলাধুলা, অর্জন, পুরস্কার -১, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি, বিখ্যাত স্থান, জাতীয় দিবস।

# অন্তর্জাতিকঃ মহাদেশ পরিচিতি -১, ভৌগােলিক উপনাম , সীমারেখা, প্রনালী, দ্বীপ, সাগর, মহাসাগর -১, সংগঠন, সংস্থা, দেশ মুদ্রা, রাজধানী, জাতিসংঘের অঙ্গসংগঠন -১, চুক্তি, সন্মেলন -১, পুরস্কার, খেলা-ধুলা ইত্যাদি -১,

# বিজ্ঞানঃ থেকে ২-৩ টি কমন প্রশ্ন এসে থাকে যা বিগত সাল ও বিসিএস বিগত সানের প্রশ্ন সমুহ থেকেই প্রায় এসে থাকে।

# কম্পিউটার বিষয়ক থেকে ১-২ যা বিগত প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন বা বিসিএস এর বিগত সন থেকেই সাধারণ এই প্রশ্ন গুলো এসে থাকে।

তবে অনেক সময় এর ব্যাতিক্রম ঘটে যে কোন ক্যাটেগরি থেকে কম-বেশি নাম্বারের প্রশ্ন আসতে পারে।

READ MORE  প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় জানালো মন্ত্রণালয়

এখানে উল্লেখ্য, এটি বিগত ২০১৮ সনের প্রশ্নের আলোকে প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষার সিলেবাস বা প্রশ্নের ধরণ অনুপাতে লিখিত। সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরণ নির্ভর করে পরীক্ষা কমিটির সিদ্ধান্ত ও পরীক্ষকের মর্জির উপর। এই পরীক্ষায় সফল হতে হলে বেসিক শিক্ষনীয় বিষয়গুলোর উপর বেশি জোর দেওয়া উচিত।

© dainikbidyaloy.com / ডিবি-আর,আর।

প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি : বিপুল আশা ও কিছু অস্পষ্টতা

Leave a Comment