শিক্ষক নিয়োগের সুপারিশ পেতে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: ৩য় ধাপে বেসরকারি স্কুল-কলেজ, মাদারাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এন্ট্রি লেভেলের ৫৪ হাজারের বেশি পদে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে আবেদন গ্রহণ ৩০ এপ্রিল, শুক্রবার রাত ১২টায় শেষ হয়েছে।

বেসরকারি শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি আসছে

এসব পদে নিয়োগ সুপারিশ পেতে আবেদন পড়েছে ৮১ লক্ষ এর বেশি। তার অর্থ এবার শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে প্রতিটি পদের বিপরিতে আবেদন পড়েছে ১৫০টির মত। এতবেশি আবেদন জমা পড়ার কারণ হল, প্রতিজন নিবন্ধিত প্রার্থী একাধিক আবেদন করার সুযোগ পেয়েছেন।

এবারের শিক্ষক নিয়োগের সুপারিশ চলতি মে মাসেই ৫৪ হাজার শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করেছে এনটিআরসিএ। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৮১ লক্ষ ১৬ হাজার আবেদন পড়েছে এবার। এত বেশি আবেদন এর আগে কোন নিয়োগ সুপারিশে জমা পড়েনি।

এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিন সূত্রে জানা যায়, এবার বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। (গতকাল) দুপুর পর্যন্ত ৮১ লাখ ১৬ হাজার আবেদন জমা পড়েছে। রাত ১২টা পর্যন্ত আবেদনের সুযোগ আছে, সেজন্য আবেদন আরও কিছুটা বাড়তে পারে।

প্রধান শিক্ষকদের সুযোগ দিতে যে তথ্য চেয়েছে সরকার

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা : ঘোষণা দিলে ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেবে বোর্ড

মাধ্যমিক বিদ্যালয়ের এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

এনটিআরসিএ চেয়ারম্যান আরও জানান, আমাদের পরিকল্পনা অনুযায়ী এবারের নিয়োগ সুপারিশ প্রক্রিয়া করতে ২৫-২৬ দিনের মত সময় লাগবে। এসময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া করে প্রার্থীদের শিক্ষক শূন্যপদগুলোতে নিয়োগের সুপারিশ করা হবে।

তিনি আরও বলেন, এবার আমরা দ্রুততম সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে চাই। আশা করা যায়, মে মাসের মধ্যেই নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ সুপারিশ করতে পারবো এবং দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কাজ করছি আমরা।

-ডিবি আর আর।

Leave a Comment