গুগলমিটে শিক্ষকদের অনলাইন ভিত্তিক পাঠদানে নতুন নির্দেশনা

ডিবি ডেস্ক :: গত ১৭ মার্চ থেকে দেশে কভিড-১৯ পরিস্থিতি খারাপ হওয়ার কারণে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এসময়ে শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে নিতে মাধ্যমিক পর্যায়ে এসাইনমেন্ট ও প্রাথমিক পর্যায়ে অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চালু আছে।

যে কারণে গ্রেডেশন সফটওয়্যারে বহিরাগত অপশন বাতিলের দাবি প্রাথমিক শিক্ষকদের

৪৮ হাজারের বেশি প্রাথমিক শিক্ষক টাইমস্কেলের জন্য আদালতে যাচ্ছেন

প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের টিফিনে যা খেতে দেওয়া হবে

যদিও কিছু কাল আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করার জন্য এ্যাপস ভিত্তিক গুগল মিট অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।

সেই শিখন কার্যক্রমে এখন হতে অনলাইন পাঠের সিডিউল এন্ট্রির জন্য এক নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

যে নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন পাঠদানে গুগল মিটে অনলাইন পাঠদান মনিটরিংয়ের জন্য ‘ অনলাইন পাঠদান মনিটরিং’ নামে ওয়েব পোর্টালের উন্নয়ন করা হয়েছে। যে পোর্টালের লিংক হলো : http://180.211.137.51.:8088/onlineclass/

এছাড়া এখন হতে নির্দেশিকা অনুযায়ী গুগল মিটে পাঠদান সংক্রান্ত সিডিউল নিয়মিতভাবে এন্ট্রির ব্যাবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রবিবার, গত ৬ জুন অধিদপ্তরের আইএমডি শাখার পরিচালক মো. বদিয়ার রহমান এই পরিপত্রে স্বাক্ষর করে পরিপত্রটি দেশের সকল বিভাগীয় উপ পরিচালককে পাঠানো হয়।

দৈনিক বিদ্যালয় : শিক্ষা ও চাকুরী বিষয়ক সকল খবরের অনলাইন আপডেট dainikbidyaloy.com এ।

READ MORE  যেভাবে পহেলা বৈশাখ উৎযাপন করতে হবে প্রাথমিক বিদ্যালয় সমুহে

Leave a Comment