প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ হাজার ৬৭২টি পদ যে কারণে সংরক্ষণের নির্দেশ

ডিবি ডেস্ক :: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে ৩৭ হাজার ৬৭২টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১১ জুলাই, রবিবার এ অফিস আদেশ দেওয়া হয়েছে।

যে আদেশে বলা হয়, আগামী ২০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, পুরাতন সরকারি প্রাথমিকে এসব পদগুলোর মধ্যে যেসব পদ শূন্য হয়েছে বা হবে সেসব পদে বদলি বা অন্য কোনওভাবে পূরণ করা যাবে না।

সেই আদেশে, নির্ধারিত ছকে জেলা ও উপজেলার নাম, বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম ও পদবি, কর্মরত শিক্ষকের সংখ্যা, শূন্য পদের সংখ্যা, কী কারণে কোন তারিখ থেকে পদ শূন্য রয়েছে তারও তথ্য চাওয়া হয়েছে।

কেন সংরক্ষণ করতে বলা হয়েছে উক্ত সংখ্যক পদ সমুহ? যার উত্তর হতে পারে, উক্ত পদ সমুহ নতুনভাবে শিক্ষক নিয়োগের জন্য সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উক্ত নির্দেশনামাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন), মো. নজরুল ইসলাম কতৃক স্বাক্ষরিত।

আরও পড়ুন : সমন্বিত নিয়োগ বিধিতে যে সকল শিক্ষকদের পদোন্নতির বিধান নেই

প্রাথমিকের নতুন নিয়োগ বিধিমালায় চির প্রমোশন বঞ্চিত হবেন শিক্ষকরা

সরকারি চাকরিজীবী ও তাদের পোষ্যরা ব্যবসা করতে পারবে না

গুগলমিটে শিক্ষকদের অনলাইন ভিত্তিক পাঠদানে নতুন নির্দেশনা

ডিবি আর আর।

READ MORE  চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের জন্য সুখবর

Leave a Comment